• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সুপারহিট সিনেমা চালবাজ! আসছে শ্রীদেবীর ছবির রিমেক, নায়িকা হিসাবে থাকছেন শ্রদ্ধা কাপুর

Updated on:

শ্রীদেবী,শ্রদ্ধা কাপুর,চালবাজ,Sridevi,Shraddha Kapoor,Chaalbaaz,Remake,Bollywood

বলিউডের (Bollywood) প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী (Sridevi)।একটা সময় ছিল যখন তিনি ছিলেন বলিউডের হায়েস্ট পেড নায়িকা। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর অকাল প্রয়াণে কার্যত শ্রীহীন হয়ে পড়ে গোটা হিন্দি সিনেমা জগত। শ্রীদেবীর দীর্ঘ জীবনে অন্যতম জনপ্রিয় একটি সিনেমা হল ‘চালবাজ’ (Chalbaz)। ১৯৮৯ সালে পঙ্কজ পরাশরের (Pankaj Parashar) এই ছবি সেসময়েই বক্স অফিসে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করে, সুপার হিট হয় সিনেমা।

তবে ফের একবার বড়পর্দায় ‘চালবাজ’ ছবিটি ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক পঙ্কজ। নতুন ছবির নাম ‘চালবাজ ইন লন্ডন। ‘ এই ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর (Shradha Kapoor) । ছবির পরিচালনা করছেন পঙ্কজ পরাশর ।অন্যদিকে ছবির প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমা, আহমেদ খান এবং সাইরা খান।উল্লেখ্য , ‘চালবাজ’ ছবিতে শ্রীদেবীর ডবল রোল ছিল। আর ‘চালবাজ ইন লন্ডন ‘ ছবিতেও শ্রদ্ধা কাপুরের ডবল রোল দেখা যাবে।

শ্রীদেবী,শ্রদ্ধা কাপুর,চালবাজ,Sridevi,Shraddha Kapoor,Chaalbaaz,Remake,Bollywood

পরিচালক পঙ্কজ পরাশর জানিয়েছেন, ”আমার বিশ্বাস শ্রদ্ধা পর্দায় ম্যাজিক করতে পারবে। ওঁর অভিনয় দর্শকদের মন জয় করবে।” প্রসঙ্গত, এই ছবিটি ছাড়াও শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে ‘নাগিন’ ও ‘বাগী ৩’ ছবিতে।

শ্রীদেবী,শ্রদ্ধা কাপুর,চালবাজ,Sridevi,Shraddha Kapoor,Chaalbaaz,Remake,Bollywood

তবে পরিচালক পঙ্কজ পরাশর জানিয়েছেন ‘চালবাজ ইন লন্ডন’ শ্রীদেবী অভিনীত ‘চালবাজ’ এর রিমেক নয়। এই সিনেমাটি আমার জন্যও বড় চ্যালেঞ্জ। আমরা ‘চালবাজ’ এর রিমেক তৈরি করছি না তবে নতুন স্টারকাস্ট, একটি নতুন সেট দিয়ে একটি নতুন গল্প তৈরির চেষ্টা করছি। এই ছবিতে আমরা নতুন সাউন্ডট্র্যাক সহ ‘চালবাজ’-এর গান ব্যবহার করব। এই সিনেমায় শ্রীদেবীর ‘চালবাজ’ ছবির চেয়ে অনেক বেশি অ্যাকশন দেখা যাবে। চালবাজ ইন লন্ডন আজকের সময় অনুযায়ী তৈরি হবে, তাই দর্শকরা নতুন গল্প দেখতে পাবেন।’

শ্রীদেবী,শ্রদ্ধা কাপুর,চালবাজ,Sridevi,Shraddha Kapoor,Chaalbaaz,Remake,Bollywood

‘চালবাজ’ সিনেমায় ‘না জান কাহাঁ সে আয়ি হ্যায় ‘ নামে একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। এই গানের শুটিংয়ের সময় প্রবল বৃষ্টির মধ্যে গায়ে ১০৩ ডিগ্রী জ্বর নিয়ে শুটিং করেছিলেন শ্রীদেবী। এই সিনেমায় অভিনয়ের জন্য সেবছর সেরা অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্রীদেবী। এছাড়া এই গানের কোরিওগ্রাফির জন্য সেরা কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সরোজ খান। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, যে আজ শ্রীদেবী এবং সরোজ খান দুজনেই আর এই পৃথিবীতে নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥