• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

NCB এর লাগাতার জেরায় অবশেষে বিস্ফোরক তথ্য সামনে আনলেন শ্রদ্ধা কাপুর।

Published on:

বলিউডে সুশান্ত মৃত্যু রহস্য যতই দিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে। প্রথমে আত্মহত্যা নাকি খুন তা নিয়ে শুরু হয় তদন্ত। যার জন্য মূল অভিযুক্ত ছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। পরে তদন্ত এগোতে থাকলে এর সাথে মাদক  কাণ্ডের যোগ মেলে যা আদতে বলিউডের মাদক রমরমার পর্দাফাঁস করে। এরপর থেকেই এনসিবির জেরায় মুখোমুখি হতে হচ্ছে বহু জনপ্রিয় বলিউড তারকাকে। তদন্তেই নাম উঠে আসে সুশান্তের সাথে “ছিঁচোরে” ছবিতে অভিজয় করা শ্রদ্ধা কাপুরের। শনিবার বলিউড মাদক কাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ডাকা হয় এনসিবি এর জোনাল অফিসে।

পিটিআই সূত্রানুযায়ী, প্রায় ৬ ঘন্টা জেরার পর শ্রদ্ধা কাপুরকে বাইরে আসতে দেখা যায়। ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রদ্ধা কাপুর সুশান্তের একটি পার্টিতে ড্রাগসের ব্যবহার স্বীকার করেছেন। শ্রদ্ধা বলেন ২০১৯ সালে সুশান্তের পাভনা গেস্ট হাউসে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে শ্রদ্ধা উপস্থিত ছিলেন, সেই পার্টিতে গাঁজা ও মদ পরিবেশিত হচ্ছিল। যদিও শ্রদ্ধা নিজে কোনো রকম মাদক নেননি বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, বলিউডে মাদকচক্রের তদন্তের সময় তদন্তকরি দল জয়া সাহার সাথে হওয়া ড্রাগস সম্মন্ধিত কথোপকথন উদ্ধার করেন। এর পরেই চ্যাটের মধ্যে  থেকে শ্রদ্ধা কাপুর,দীপিকা পাডুকোনের মত জনপ্রিয় ফিল্মি তারকার জ্যাম প্রকাশ্যে আসে। তাদের তদন্তের স্বার্থে এনসিবি জেরা করার জন্য ডাকে। এদিন দীপিকা পাডুকোনকেও এনসিবি জেরার জন্য ডেকেছিল। শ্রদ্ধা কাপুর সকাল ১১.৪৫ নাগাদ এনসিবি জোনাল কার্যালয়ে এসে উপস্থিত হন। এর পর প্রায় ৬ ঘন্টা জেরার পর ৫.৫৫ নাগাদ তাকে বেড়াতে দেখা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥