• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় কিছু টাকার জন্য কফিশপে করতেন আজ ! আজ নিজের ধকে ৫৭ কোটির মালিক শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর,কফিশপ,বলিউড,শক্তি কাপুর,Sraddha kapoor,shakti kapoor,bollywood

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিনোদন শিল্পের অন্যতম বিখ্যাত অভিনেত্রী। তিনি তার অভিনয় দিয়ে কেবল মানুষকে পাগল করেছেন তা নয়, তিনি তাঁর সুন্দর অভিনয় দিয়েও মানুষের হৃদয়ে শাসন করেছেন। বলিউডের টপ অভিনেত্রীদের ভিড়ে নিজের জায়গা করে নিয়েছেন ‘আশিকী ২’ এর অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের হট অ্যান্ড বোল্ড ছবি শেয়ার করে লক্ষ লক্ষ অনুগামীদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।

বলিউডের ‘আশিকি গার্ল’ অর্থাৎ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আজ ৩৫ বছর পূর্ণ করেছেন। বলিউডের বিখ্যাত খলনায়ক শক্তি কাপুরের (Shakti Kapoor) এবং গায়িকা শিবাঙ্গী কাপুরের মেয়ে শ্রদ্ধা।। অনেক ছবিতে অভিনয় করা শ্রদ্ধা গান গাইতেও পছন্দ করেন। জন্মদিনের এই বিশেষ উপলক্ষ্যে আমরা জেনে নিই  শ্রদ্ধা সংক্রান্ত কিছু বিশেষ কথা।

Sraddha Kapoor শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধার জন্ম ১৯৮৭ সালের ৩ মার্চ মুম্বাইয়ে। শ্রদ্ধা প্রথম থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। তবে ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ের দিকে। শ্রদ্ধা জামনাবাই নরসি স্কুল এবং আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে তার স্কুলিং শেষ করেছেন। স্কুলে শ্রদ্ধার অভিনীত নাটক দেখার পর সালমান খান তাকে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির প্রস্তাব দিয়েছিলেন। যা অভিনেত্রী প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি মনোবিজ্ঞানী হতে চেয়েছিলেন। তখন শ্রদ্ধার বয়স ছিল মাত্র ১৬।

শ্রদ্ধা কাপুর,কফিশপ,বলিউড,শক্তি কাপুর,Sraddha kapoor,shakti kapoor,bollywood

যদিও শ্রদ্ধার পরিবারের বলিউডের সাথে অনেক আগে থেকেই যোগাযোগ ছিল, তিনি তার পড়াশোনার সময় নিজের খরচ চালাতেন। সিনেমায় পা রাখার আগে একটি কফি শপে কাজ করতেন শ্রদ্ধা কাপুর। আসলে, শ্রদ্ধা আরও পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে। বোস্টনে পড়ার সময় তিনি একটি কফি শপে কাজ করতেন। শ্রদ্ধা কাপুর বলেছিলেন যে ‘আমি এটি কলেজের পাশাপাশি একটা নতুন অভিজ্ঞতা সংকায় এবং পকেট মানির জন্য করেছি’।

Sraddha Kapoor শ্রদ্ধা কাপুর

পড়াশোনার মাঝেই প্রযোজক অম্বিকা হিন্দুজা ‘তিন পট্টি’ ছবিতে চুক্তিবদ্ধ হন এবং এই ছবির জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন। শ্রদ্ধা ২০১০ সালে অম্বিকা হিন্দুজার সুপারফ্লপ ছবি ‘তিন পট্টি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং আর মাধবন। যদিও পরবর্তীতে তিনি বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা। তারপর আর পিছন ফায়ার তাকাতে হয়নি তাকে।

এই সুন্দরী নায়িকা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি তালিকায়ও নিজের নাম নথিভুক্ত করেছেন শ্রদ্ধা। এই মুহূর্তে , শ্রদ্ধা কাপুর ৫৭ কোটি সম্পত্তির মালিক। শ্রদ্ধার আয়ের উৎস শুধু সিনেমা নয়, অনেক ব্র্যান্ড এনডোর্সমেন্টও। একটি ছবির জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

মুম্বাইয়ে শ্রদ্ধা কাপুরের তিনটি বাড়ি রয়েছে। তার একটি বাড়ি জুহুতে, অন্যটি মাড আইল্যান্ড সাব-আরবান এলাকায় এবং তৃতীয়টি মুম্বাইয়ের কাছে লোনাভলায়। তাকে শীঘ্রই পঙ্কজ পরাশরের ছবি ‘চালবাজ’, অমর কৌশিকের ‘স্ত্রী২’ এবং টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-তে দেখা যাবে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল টাইগার শ্রফের সাথে ২০২০সালে মুক্তি পাওয়া ‘বাগি 3’ ছবিতে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥