• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে ডবল গিফট শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর ঝুলিতে, মা প্রেমিকা দুজনেই জানাল শুভেচ্ছাবার্তা

Published on:

শ্রাবন্তী,Srabanti Chatterjee.অভিমন্যু চ্যাটার্জী,Abhimanyu Chatterjee,Damini Ghosh,শ্রাবন্তীপুত্র অভিমন্যু,জন্মদিন,Happy Birthday

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti Chatterjee) ব্যাক্তিগত জীবন এখন পেজথ্রির পাতার অন্যতম হট টপিক। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে নতুন প্রেম নানা বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ট্রোলের মুখে পড়ছেন অভিনেত্রী। ইদানীং নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়া আরও দুই জনপ্রিয় টলি অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী এবং নুসরত জাহান।

উল্লেখ্য গতকাল গতকাল অর্থাৎ ১৩ আগস্ট ছিল টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন (Birthday)। আর শ্রাবন্তীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা গেল মিমি চক্রবর্তী, পর্নো মিত্রের পাশাপাশি নুসরত জাহান, এবং শুভশ্রী গাঙ্গুলীকে। এদিন এই টলি সুন্দরীরা তাঁদের ইন্স্টা স্টোরিতে শ্রাবন্তী কে শুভেচ্ছা জানান। শ্রাবন্তীকেও সমস্ত উইশ নিজের ইন্স্টা স্টোরিতে শেয়ার করে নিতে দেখা যায়।

শ্রাবন্তী,Srabanti Chatterjee.অভিমন্যু চ্যাটার্জী,Abhimanyu Chatterjee,Damini Ghosh,শ্রাবন্তীপুত্র অভিমন্যু,জন্মদিন,Happy Birthday

ইদানীং টলিউড অভিনেত্রীদের বিশেষ করে নুসরত, তনুশ্রী , শুভশ্রী সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছবি প্রায়ই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য শ্রাবন্তীর জন্মদিনের পরের দিনই অর্থাৎ আজকের দিনেই ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুরও (Abhimanyu) জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে একেবারে ঘড়ি কাঁটা ধরে রাত ১২ টাতেই ছেলের সাথে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

Srabanti Chatterjee Son Abhimanyu Chatterjee

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘শুভ জন্মদিন আমার পৃথিবী।’ আর শ্রাবন্তীর এই পোস্টে ছেলে অভিমন্যুর জন্য উপচে পড়েছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। তার মধ্যে সবার নজর কেড়েছে অভিনেত্রী শুভশ্রী এবং নুসরতের জানানো শুভেচ্ছা বার্তা। কমেন্ট সেকশনে চোখ রাখলেই দেখা যাচ্ছে শুভেচ্ছা জানিয়ে নুসরত লিখেছেন ‘হ্যাপি বার্থডে ইয়ং ম্যান’ অন্যদিকে শুভশ্রী উইশ করে লিখেছেন ‘হ্যাপি বার্থডে ঝিনুক’।ছেলের জন্মদিনে প্রতিবছর কিছু কিছু স্পেশাল প্লান থাকে অভিনেত্রীর। কিন্তু এবছর পরিস্থিতি একটু অন্যরকম। অভিনেত্রীর কথায় ‘এবার তেমন কিছু প্ল‌্যান নেই।

Srabanti Chatterjee Son Abhimanyu Chatterjee

তাছাড়া আমার দিদি অন্তঃসত্ত্বা। এক-দেড়মাসের মধ্যেই ওর প্রথম সন্তান আসবে। ফলে পরিবারের সঙ্গেই সময় কাটাব। আর ছেলের জন্মদিনে উপহার দেওয়ার বিষয়ে সাসপেন্স রেখে তিনি বলেন ‘কিছু না কিছু গিফ্‌ট করব তো বটেই। আসলে ওর ডবল গিফ্‌ট প্রাপ‌্য। কিছুদিন আগেই আইসিএসই পাস করল, প্লাস জন্মদিন।’এদিন অভিমন্যুকে উইশ করেছেন তাঁর জীবনের সেই বিশেষ মানুষটিও। এদিন শ্রাবন্তী পুত্র কে উইশ করে তাঁর প্রেমিকা দামিনী ঘোষ অভিমন্যুর সাথে একটি ছবি দিয়ে লিখেছেন ‘হ্যাপি বার্থডে’। মা শ্রাবন্তীর মতোই প্রেমিকার কাছেও গোটা পৃথিবী তিনি। তাই একটি ইমোজি দিয়েই সেকথা বুঝিয়ে দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥