• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের অকাতে থাকো! ব্যক্তিগত জীবনে দখল দিলে দেখে নেব, শ্রাবন্তীর উদেশ্যে করা বার্তা রোশানের

Published on:

টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti) আজ দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছেন। তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তুমুল চর্চার বিষয় অভিনেত্রী। টলিপাড়ায় হাজারো চর্চার মাঝে কোথাও যেন সকলেরই নজর আটকে রয়েছে শ্রাবন্তী আর রোশনের সম্পর্কের দিকে।

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

গত বছরে লকডাউনে যখন পরিবারের সাথে সময় কাটাতে মেতেছিলেন বাকি সেলিব্রিটিরা তখনই একেঅপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন শ্রাবন্তী ও রোশন। সেই যে আলাদা হলেন আর এক হওয়া হয়নি। এরপর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে, দুজনেই দূরত্ব বজায় রেখেছেন। নিজের মত করে দুজনেই নিজের জীবন কাটাচ্ছেন।

শ্রাবন্তী আছেন তার জিম আর কিছু পোগ্রাম নিয়ে, আর রোশন আছেন তার নিজের জিম ও শরীরচর্চা নিয়ে। দুজনকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নেটিজন থেকে শুরু করে মিডিয়া কারোর কাছেই কোনো মন্তব্য করেননি কেউই।

Srabanti Roshan SIngh শ্রাবন্তী রোশান সিং

তবে, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নিয়ে নাম না করেই এমন কিছু পোস্ট করছেন শ্রাবন্তী ও রোশন যা দেখে বোঝাই যাচ্ছে একেঅপরকে কিছু বোঝাতে চাইছেন তাঁরা। এই যেমন দিন কয়েক আগেই রোশন অপরাধী গান চালিয়ে রাতের কলকাতায় গাড়ি চালানোর ভিডিও শেয়ার করেছিলেন। এরপর শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে লেখেন,’ ব্যর্থতা পিছনে ফেলেই এগিয়ে চলতে হয়’। অর্থাৎ দুজনের মধ্যে যে পোস্ট যুদ্ধ চলছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

Srabanti Roshan Singh

সম্প্রতি রোশন সিং একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে জিমে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে রোশনকে আর সাথে যে গানটা বাজছে ব্যাকগ্রাউন্ড সং হিসাবে তাতেই নিজের মনের কথা জানিয়েছেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘বেশি বার বেড়োনা, তোমাকে তোমার অকাত বুঝিয়ে দেব! আর ব্যক্তিগত জীবনে বেশি ঢোকার চেষ্টা করোনা, একেদম ছেড়ে কথা বলবো না!’ আর শেষে রয়েছে আমায় কোনো কিছুই আটকাতে পারবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥