টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti) তৃতীয় বিয়েও প্রায় ভাঙ্গনের মুখেই দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh) এর সাথে দূরত্ব তো বজায় রয়েছেই, সাথে চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুদ্ধ। কখনো রোশন ছবি বা ভিডিও শেয়ার করেন তো কখনো শ্রাবন্তী। তবে দুজনের পোস্টের মধ্যেই লুকিয়ে থাকে কিছু আন্তরিক অর্থ যেটা একেঅপরকে উদ্দেশ্য করেই বলা।
সম্প্রতি শ্রাবন্তী তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একরত্তি খুদের সাথে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তীকে।ছবিতে শ্রাবন্তী ও তার কোলের খুদে দুজনকেই দারুন খুশি দেখাচ্ছে। শ্রাবন্তী আবার চোখও মেরেছেন ছবিতে।
খুদের সাথে ছবি শেয়ার করে অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, একটি শিশু হল ভগবানের ইঙ্গিত যে জীবন এগিয়েই চলবে।’
ছবিতে এক নেটিজন প্রশ্ন করেছেন ‘কে যে এটা?’ আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘ডলু আমার’ অর্থাৎ পুতুল বোঝাতে চেয়েছেন।
শ্রাবন্তীর এই ছবি ঘিরে রীতিমত কৌতূহলী হয়ে পড়েছে নেটপাড়া। কারণ তৃতীয় স্বামী রোশনের সাথে সম্পর্ক ঠিক নেই। এদিকে ছেলেও দিব্যি প্রেম করছেন। কিছুদিন আগেও শ্রাবন্তীকে দেখা গিয়েছে দিঘায় অনুষ্ঠানে, শ্রাবন্তী যে মা হননি তা নিশ্চিত! তবে কে এই মিষ্টি খুদে? এর উত্তর অভিনেত্রী দেননি এখনো। আর এই নিয়েই সমস্ত কৌতূহল।