• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যর্থতা ছেড়েই এগিয়ে চলতে হয়! অপরাধীর জবাবে রোশনের উদেশ্যে বার্তা শ্রাবন্তীর

টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti) ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh) বর্তমানে তুমুল চর্চার বিষয়। টলিপাড়ায় হাজারো চর্চার মাঝেও শ্রাবন্তী আর রোশনের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। দুজনের সম্পর্কের অবনতি সম্পর্কে জানার পর থেকেই এই টলি তারকা জুটির মধ্যে কার সম্পর্ক নিয়ে ব্যাপক আগ্রহ অনুগামীদের।।

Srabanti Chatterjee Roshan Singh

   

গত বছর লকডাউনের সময় থেকেই একেঅপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন শ্রাবন্তী ও রোশন। সেই যে আলাদা হলেন এখনও পর্যন্ত একাই আছেন দুজনে। অবশ্য শ্রাবন্তী আছেন তার ছেলে অভিমন্যুকে নিয়ে। এরপর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে, দুজনেই দূরত্ব বজায় রেখেছেন। নিজের মত করে দুজনেই নিজের জীবন কাটাচ্ছেন।

শ্রাবন্তী ‘ফিটনেস এম্পায়ার’ নামে নতুন জিম সেন্টার খুলেছেন আর কিছু পোগ্রাম করছেন। অন্যদিকে রোশন আছেন তার নিজের জিম ও শরীরচর্চা নিয়ে। দুজনকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নেটিজন থেকে শুরু করে মিডিয়া কারোর কাছেই কোনো মন্তব্য করেননি কেউই। তবে, নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টার মধ্যে দিয়ে কথোপকথন চালিয়ে যাচ্ছেন দুজনে। অবশ্য সেটা কথোপকথন কম ইশারায় যুদ্ধ বললেই ভালো বলা হয়।

সম্প্রতি রোশন একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে অপরাধী গান চালিয়ে কলকাতার রাস্তার রাতের দৃশ্য দেখা গিয়েছিল। ঠিক কার উদ্দেশ্যে এই অপরাধী গান চালিয়েছিলেন তা খোলসা করে না বললেও অনেকেই মনে মনে বুঝে গিয়েছেন যে শ্রাবন্তিকেই হয়তো অপরাধী বলতে চেয়েছেন রোশন।

Srabanti Roshan SIngh শ্রাবন্তী রোশান সিং

এবার অভিনেত্রী শ্রাবন্তী নিজের একটি ছবি শেয়ার করলেন। ছবিতে লাল শাড়ি পড়ে হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ব্যর্থতাকে সর্বদা পথেই ফেলে আসতে হয়’। হটাৎ অভিনেত্রী কেন এমন পোস্ট করলেন তা বলেননি। তবে, রোশনের অপরাধীর উত্তরেই হয়তো এই ছবি।

Srabanti শ্রাবন্তী

site