• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের সামনেই প্রেম ! নতুন জীবন শুরু করলো শ্রাবন্তীর একমাত্র পুত্র অভিমন্যু

Srabanti Chatterjee Jhinuk

টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। সম্প্রতি রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বেশ কয়েক মাস হয়ে গেল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।

শ্রাবন্তীর সঙ্গে তার ছেলে অভিমন্যু চ্যাটার্জির (Abhimanyu Chatterjee) ছবি নিয়েও এর আগে নেটপাড়ায় উঠেছিল সমালোচনার ঝড়। এবার নতুন বছরের শুরুতেই বড়সড় চমক দিলেন শ্রাবন্তী পুত্র। মায়ের তৃতীয় বিয়ে ভাঙতে বসলেও, জমিয়ে প্রেম করছেন অভিমন্যু ওরফে ঝিনুক। ৩ বছরের প্রেম অবশেষে প্রকাশ্যে আনলেন অভিমন্যু। নিজেই শেয়ার করলেন প্রেমিকার সঙ্গে ছবি।

Srabanti chatterjee and her son

অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ পেশায় একজন মডেল। তার সাথেই এদিন ছবি শেয়ার করে ক্যাপশনে ভালোবাসার কথা স্বীকার করলেন শ্রাবন্তী পুত্র। কিন্তু ছবি শেয়ারের পরেই নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় ঝিনুককে।

কেউ বলেন, “অল্প বয়সে বেশি পাকলে যা হয়”, কেউ বা অভিমন্যুর মা তুলেও কটু কথা বলেন, আবার একজন লিখেছেন ” সেই তো মায়ের মতোই হবে”। তবে এত মন্তব্যের পরেও নীরব থেকেছেন ঝিনুক-শ্রাবন্তী।

Srabanti Chatterjee abhimanyu chatterjee

প্রসঙ্গত অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় তখনকার জনপ্রিয় পরিচালক রাজীবের সঙ্গে। এরপর একামাত্র ছেলে ঝিনুকের জন্মের পরেই বেশি দূর এগোয়নি রাজীবের সাথে শ্রাবন্তীর সম্পর্ক।
আগেও তার ছেলের সাথে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী পড়েছিলেন মহাবিপাকে। ছবিগুলি খানিক রোমান্টিক পোজে তোলায় মা-ছেলের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। পড়েছিলেন চরম নিন্দার মুখেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥