• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিনের পর তবে কি এবার চার! পুরুষবন্ধুর সাথে হাসি মুখে শ্রাবন্তী, ছবি ভাইরাল হতেই শুরু গুঞ্জন

Published on:

Srabanti Chatterjee and Sohail Dutta

টলিপাড়ার (Tollywood) বহু চর্চিত নায়িকাদের তালিকায় অবশ্যই নাম থাকবে শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। নায়িকার ব্যক্তিগত জীবনে কী চলছে তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি যেমন শ্রাবন্তীর চতুর্থ বিয়ে নিয়ে সরগরম নেটপাড়া। পুরুষ বন্ধুর সঙ্গে অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।

একটি নয়, দু’টি নয়, তিনবার বিয়ে ভেঙেছে শ্রাবন্তীর। বারবার স্বপ্নের সংসার ভেঙেছে অভিনেত্রীর। এখন ব্যবসায়ী অভিরূপের সঙ্গে টলি নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। তবে সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে তাঁর এক পুরুষ ‘বন্ধু’র ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ইনিই নায়িকার নতুন প্রেমিক? সেই সঙ্গেই পাল্লা দিয়ে জুটছে কটাক্ষও।

Srabanti Chatterjee

শ্রাবন্তীর সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায়, প্রায়ই সোহেল দত্ত (Sohail Dutta) নামে এক ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। সম্প্রতি সোহেলও অভিনেত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখান থেকেই শুরু হয়েছে দু’জনের প্রেমের জল্পনা। পেশায় অভিনেতা সোহেলের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে জাপটে ধরে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবসময়ের পছন্দ শ্রাবন্তী’।

টেলিদুনিয়ার পরিচিত নাম সোহেল ছোটবেলা থেকেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে আসছেন। নায়ক হিসেবে ‘ক্লাসরুম’ বলে একটি ছবিতেও কাজ করেছেন তিনি। তবে জনপ্রিয় ‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেনের ভাগ্নে হিসেবে সোহেলের অভিনয় দর্শকদের এখনও মনে আছে। টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে সোহেলের দারুণ বন্ধুত্ব। নির্বাচনের সময় অভিনেত্রী ভোটিং এজেন্টও ছিলেন তিনি। তবে কি সোহেলের সঙ্গে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা? আপাতত ভক্তদের মনে এই একটি প্রশ্নই ঘুরছে।

 

View this post on Instagram

 

A post shared by Sohail Dutta (@i_sohaild)

সামাজিক মাধ্যমে শ্রাবন্তী এবং সোহেলের ঘনিষ্ঠতা দেখে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, সোহেল শ্রাবন্তীর প্রেমিক নন। তাঁকে ভাইয়ের চোখে দেখেন অভিনেত্রী। কিন্তু তাও দু’জনের ঘনিষ্ঠতার কারণে নেটিজেনরা কু-মন্তব্য করতে ছাড়েন না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর সঙ্গে সোহেল যে ছবি শেয়ার করেছেন, সেখানে অভিনেত্রীকে কালো ডোরা কাটা একটি শার্টে দেখা গিয়েছে। তাঁর লুক সম্পূর্ণ করেছে ফরাসি লাক্সারি ব্র্যান্ড বালমেইন’এর ৩০ হাজারি স্লিং ব্যাগ। শ্রাবন্তীর এই স্টাইলিশ লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥