টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বরাবরই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন এই অভিনেত্রী। তবে এখন বেশিরভাগ সময়েই দেখা যায় শ্রাবন্তীর অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। শ্রাবন্তীর কটা বিয়ে ভাঙলো কিংবা বর্তমানে তিনি কার সাথে প্রেম করছেন এমনই একাধিক বিষয় নিয়ে চলতে থাকে কাঁটাছেঁড়া। তবে নিন্দুকরা যাই বলুন না কেন বরাবরই সব চর্চাকে ছাপিয়ে গিয়েছে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় শ্রাবন্তীর ফাটাফাটি অভিনয়। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো সেইসব সুপারহিট সিনেমার তালিকা।
১.ভালোবাসা ভালোবাসা (Valobasha Valobasha): দীর্ঘদিনের অভিনয় জীবনে বাংলা সিনেমা প্রেমীদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শ্রাবন্তী। আজ থেকে প্রায় ১৫ বছর আগে অর্থাৎ ২০০৮ সালে শ্রাবন্তী অভিনীত এমনই একটি জনপ্যিয় সিনেমা ছিল ‘ভালোবাসা ভালোবাসা’। রবি কিনাগী পরিচালিত এই সিনেমায় কলেজ পড়ুয়ার চরিত্রে শ্রাবন্তীর অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের।
২.কানামাছি (Kanamachi): শ্রাবন্তীর কেরিয়ারে মনে রাখার মতো একটি সিনেমা হল ‘কানামাছি’। রাজ চক্রবর্তী পরিচালিত অঙ্কুশ,আবির অভিনীত এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। এই সিনেমায় শান্তশিষ্ট অথচ বুদ্ধিমতী সাংবাদিক মেঘনার চরিত্রে শ্রাবন্তীর অভিনয় মন জয় করেছিল দর্শকদের।
৩.গয়নার বাক্স (Goynar Baksho): বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম মোড় ঘোরানো সিনেমা হল গয়নার বাক্স। ভৌতিক কমেডি ঘরানার এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে শ্রাবন্তী বুঝিয়ে দিয়েছিলেন সুযোগ পেলে তিনিও নিজেকে জাত অভিনেতা প্রমাণ করতে পারেন। তাই এই সিনেমাটি নিঃসন্দেহে শ্রাবন্তীর কেরিয়ারের অন্যতম মাইল ফলক ছবি হয়ে থাকবে।
৪. বুনো হাঁস (Buno Hansh): টলিউড সুপারস্টার দেব অভিনীত এই ছবিতে একেবারে হাল্কা মেকআপে সাদামাটা সাজে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। চরিত্রটিকে খুব সুন্দরভাবে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন অভিনেত্রী।
৫. কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan): সদ্য নতুন বছরেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই নতুন সিনেমা। সিনেমাটিতে স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে পর্দা ভাগ করেছেন শ্রাবন্তী। এই সিনেমায় তাঁর চরিত্রের নাম হয়েছে কাবেরী।