টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee), সর্বদাই চর্চায় থাকেন তিনি। সিনেমায় অভিনয়ের কারণে তো বটেই, ব্যক্তিগত জীবনের কারণেও প্রায় সর্বদাই চর্চায় থাকেন অভিনেত্রী। তৃতীয় স্বামী রোশানের সাথে সম্পর্কে ইতি অনেক আগেই হয়েছে, তবে এখনো আইনিভাবে বিচ্ছেদ হয়নি। তবে ইতিমধ্যেই গতবছর থেকে নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। এবার সেই গুঞ্জন আরও বেড়ে গেল!
শ্রাবন্তী যেখাযে থাকেন টালিগঞ্জের সেই আবাসনেই থাকেন থাকেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (Abhirup Nag Chowdhury)। তাকে নিয়েই নতুন করে প্রেমের গুঞ্জন শোনে গিয়েছিল। শ্রাবন্তী ও অভিরূপের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সেই গুঞ্জন। তবে এবার আর কোনো লুকোছাপা নেই। ক্যামেরার সামনে একত্রে দেখা গেল অভিরূপ ও শ্রাবন্তীকে। আর সেই ছবি ভাইরাল হতেই শুরু নতুন প্রেম নিয়ে তুমুল জল্পনা।
গতবৃহস্পতিবার ছিল শ্রাবন্তীর বাড়ির কালীপুজো। বেশ বড়সড় করেই আয়োজন করা হয়েছিল কালীপুজোর। আর সেই পুজোতেই হাজির হয়েছিলেন অভিরূপ নাগ চৌধুরী। পুজোয় দুজনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সেই নিয়েই শুরু হয়েছে আলোচনা। ছবিতে হালকা মেকআপে সাদা রঙের নেটের শাড়ি পরে দেখা মিলেছে শ্রাবন্তীর। অন্যদিকে পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে অভিরূপকে।
অবশ্য ছবিতে শ্রাবন্তী অভিরূপ ছাড়াও আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। কে তিনি? তিনি হলেন বিধায়ক তথা নেতা মদন মিত্র। মদন মিত্রের পাশে দাঁড়িয়েই ছবি তুলেছেন দুজনে। নেটিজেনদের গুজব মতে, ইতিমধ্যেই নাকি আংটি বদল সেরে ফেলেছেন শ্রাবন্তী ও অভিরূপ। তবে এসবটাই গুঞ্জন মাত্র।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রাবন্তী। দুবাই থেকে একাধিক ছবি শেয়ার করেছিলেন লক্ষাধিক ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াতে। অনেকের মতে দুবাইতে একা যাননি অভিনেত্রী, সাথে ছিল প্রেমিক অভিরূপ। আর সেখানেই হয়তো আংটি বদল হয়েছে দুজনের। অবশ্য এর আগেও শ্রাবন্তীর একটি ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছিল। যেখানে তার গলায় একটি লকেট দেখা গিয়েছিল, অনেকের অনুমান ছিল লকেটের মধ্যে প্রেমিকের নামের অক্ষর লেখা রয়েছে। তবে আদৌ কি লেখা ছিল সেটা কিন্তু আজও অস্পষ্ট