• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঁধ ভাঙা সাহসিকতা! গাঙ্গুবাঈয়ের মতো ‘বেশ্যা’র চরিত্রে স্বেচ্ছায় অভিনয় করতে চান শ্রাবন্তী

Srabanti Chatterjee,alia bhatt,Bollywood,tollywood,শ্রাবন্তী চ্যাটার্জি,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ

টলিপাড়ায় সর্বাধিক চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। অভিনয়ের থেকেও বেশি নিজের ব্যক্তিগত জীবনের জন্য বিশেষত একাধিক বিয়ের কারণে বহুবার তুমুল চর্চিত হয়েছেন অভিনেত্রী। তিনবার বিয়ে থেকে তৃতীয় বিয়েও বিচ্ছেদের দোরগোড়ায়, সব কিছু নিয়েই চলে তুমুল চর্চা। তার পিঠপিছে কথা বলার লোকের ও কিন্তু অভাব নেই। তবে অভিনেত্রী জানেন যে এসব ধরে বসে থাকা তার কাজ নয়।

অভিনেত্রী বর্তমানে তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে আলাদা থাকেন। ছেলে অভিমন্যু আর নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকার থেকে শোয়ে উপস্থিত হয়েছিলেন অতীতে। সেখানে তার বলা নানান কথা বার্তা নিয়েও চলে চর্চা৷

Srabanti Chatterjee,alia bhatt,Bollywood,tollywood,শ্রাবন্তী চ্যাটার্জি,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ

মাত্র ১৮ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন তিনি। অভিনয় দক্ষতায় তাকে পিছনে ফেলতে কয়েক জন্ম তপস্যা করতে হবে নতুন প্রজন্মকে৷ তার রূপের আগুনে পুড়ে ছারখার ৮ থেকে ৮০। দীর্ঘদিন পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন শ্রাবন্তী৷ যা নিয়ে ইতিমধ্যেই উছ্বসিত তার ভক্তকূল।

Srabanti Chatterjee,alia bhatt,Bollywood,tollywood,শ্রাবন্তী চ্যাটার্জি,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ

আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর হরর থ্রিলার ‘ভয় পেও না’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে টেলি অভিনেতা ওম সাহানিকে৷ তার ব্যক্তি জীবন নিয়ে যতই চর্চা হোক কেরিয়ারের দিক দিয়ে তিনি লম্বা রেসের ঘোড়া৷ এযাবতকালে তিনি যিত চরিত্রেই অভিনয় করেছেন সবই চোখে লেগে রয়েছে দর্শকদের।

Srabanti Chatterjee,alia bhatt,Bollywood,tollywood,শ্রাবন্তী চ্যাটার্জি,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ

জীবনে বিভিন্ন ধাঁচের বিভিন্ন রঙের চরিত্রে অভিনয় করতে চান শ্রাবন্তী৷ তার সাম্প্রতিক পছন্দের চরিত্র হল আলিয়া ভাটের গাঙ্গুবাঈ। এক সাক্ষাৎকারে, তিনি জানান টলিউডের গাঙ্গুবাঈ হতে চান তিনি৷ যেকোনোও রকম সাহসী চরিত্রেই নিজেকে মেলে ধরতে চান শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥