টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও নিজের কর্মজীবনের জন্য কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি যেমন সামাজিক মাধ্যমে নিজের বোল্ড ছবি শেয়ার করে নেটিজেনদের কটূক্তির (Troll) মুখে পড়েছেন টলি সুন্দরী। সেই সঙ্গেই পেয়েছেন চতুর্থ বিয়ের প্রস্তাব।
শ্রাবন্তী এমন একজন অভিনেত্রী যার বিয়ে নিয়ে সাধারণ মানুষের চর্চার অন্ত নেই। তিনবার সাত পাক ঘুরেছেন টলি ডিভা। তবে দুর্ভাগ্যবশত কোনও বিয়েই টেকেনি। প্রত্যেকবারই ভালোবাসার বিনিময়ে পেয়েছেন বিচ্ছেদের যন্ত্রণা। মাস খানেক আবার শোনা গিয়েছিল, শ্রাবন্তীর জীবনে নাকি নতুন প্রেম এসেছে। টলিউডের এক নামী পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। যদিও অভিনেত্রী সাফ জানান, সেই পরিচালককে তিনি দাদার চোখে দেখেন।
ব্যক্তিগত জীবন নিয়ে যত বিতর্কই চলুক না কেন, শ্রাবন্তী নেতিবাচকতাকে বিশেষ পাত্তা দেন না। নিন্দুকদের মুখে ঝামা ঘষে নিজের শর্তে জীবন কাটান তিনি। সামাজিক মাধ্যমেও (Social media) বেশ সক্রিয় থাকেন টলিউডের ‘দেবী চৌধুরানী’। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান আপডেটও এখানে শেয়ার করেন তিনি।
সম্প্রতি যেমন নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে দেখা গিয়েছে, কালো রঙের পোশাক পরে রয়েছেন অভিনেত্রী। পায়ে রয়েছে মানানসই স্টিলেটো। স্টাইলিশ এই ছবির ক্যাপশনে টলি ডিভা লিখেছেন, ‘স্কাই ইজ দ্য লিমিট’। অভিনেত্রীর এই নতুন ছবি দেখে একদিকে যেমন তাঁর ভক্তরা প্রশংসা করেছেন, তেমনই আবার অনেকে কুরুচিকর মন্তব্যও করেছেন।
শ্রাবন্তীর এই ছবি দেখে নেটিজেনদের একাংশ কদর্য ভাষায় আক্রমণ করেছেন। একজন নেটাগরিক যেমন টলি ডিভাকে সরাসরি জিজ্ঞেস করেছেন, ‘তুমি কী আমার ছেলের মা হবে?’ সামাজিক মাধ্যমে এমন কুরুচিকর মন্তব্য করা হলেও অভিনেত্রী অবশ্য কোনও পাল্টা জবাব দেননি।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী। টলি সুন্দরীর হাতে এখন রয়েছে ঠাসা কাজ। সম্প্রতি সায়ন্তন ঘোষালের আসন্ন ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’র কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘দেবী চৌধুরানী’ এবং ‘বাবুসোনা’।