• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই ছবি সবার দেখা উচিত! প্রেম পরকীয়া নিয়ে তৈরি ‘গেহেরাইয়া’কে ‘মাস্টারপিস’ বললেন শ্রাবন্তী চ্যাটার্জি

Published on:

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জি

সবে মাত্র মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অনন‍্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধৈর্য কারওয়ার বহুপ্রতীক্ষিত ছবি গেহেরাইয়া (Gehraiyaan) । বেশ দীর্ঘ দিন পর ছবিতে দেখা মিলেছে দীপিকার, স্বভাবতই দর্শকদের মধ্যে উত্তেজনা আকাশছোঁয়া। ভালোবাসার মরসুমে গত ১২ ই ফেব্রুয়ারী ওটিটি মাধ্যম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকেরা। প্রেম পরকীয়া নিয়ে এমন এক বিষয়ের ছবি দর্শকদের মধ্যে বেশ উপভোগ্য হয়েছে।

যদিও বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত এই ছবিকে ‘পর্ণ ‘ বলে কটাক্ষ করতেও ছাড়েননি। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি এই ছবিকে সমাজের জন্য জঞ্জাল বলেও অভিহিত করেছেন৷ কিন্তু টলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী সম্পূর্ণ ভিন্ন মতামত দিলেন এই ছবি দেখে। তার কাছে এই ছবি ‘মাস্টারপিস’।

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জি

ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী এও লিখেছেন যে ভারতীয় সমস্ত দর্শকদের এই ছবি দেখা উচিত। পাশাপাশি এমন একটা ‘ট্যাবু’কে ভেঙে দিয়ে বলিউড সিনেমা বানাচ্ছে এই ঘটনারও প্রশংসা করেছেন শ্রাবন্তী। আসলে তার ব্যক্তিগত জীবন নিয়ে তো আর কম কাটাছেঁড়া হয়নি। তাকে নিয়ে চর্চা লেগেই থাকে।

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জি

মাঝে মধ্যেই তাকে নিয়ে আলোচনা চলে নেটপাড়ায়। আর সম্প্রতি এক শ্রাবন্তীর একটি নতুন ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তিনটি বিবাহ বিচ্ছেদের পরেও চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী চ্যাটার্জি।

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জি

একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী। তবে বর্তমানে সিনেমার পর্দায় তাকে দেখা যায় না বললে হয়তো খুব একটা ভুল হবে না। বহুদিন ধরেই অভিনয়ের থেকে দূরে রয়েছেন তিনি। মাঝে অবশ্য রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে বিগত কয়েক বছরে নিজের ব্যক্তিগত জীবনের প্রেম থেকে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥