টালিউডের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। প্রায় সর্বদাই কোনো না কোনো কারণে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হয় প্রায়ই। তবে সম্প্রতি শ্রাবন্তীপুত্র অভিমন্যু চ্যাটার্জী (Abhimanyu Chatterjee) বেশ চর্চায় উঠে এসেছেন। তাও এবার এক নয় সঙ্গে রয়েছে প্রেমিকা দামিনী ঘোষ (Damini Ghosh)। টালিউডে কাজ শুরু করলেন অভিমন্যু, তাও আবার শ্রীজাতর ছবিতে।
বাংলা ছবির পরিচালনার কাজ শুরু করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Sreejato Bannerjee)। প্রথম ছবি ‘মানবজমিন’ (Manabzamin) যেখানে একেরপর এক চমক দেখা যাচ্ছে। ছবিতে সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়দের মত তারকারা থাকছেন। সাথে শ্রাবন্তী চ্যাটার্জীর ছেলে অভিমন্যুও এই ছবি দিয়েই নিজের কেরিয়ার প্রথম কাজ শুরু করতে চলেছে।
না না, অভিনয় নয়! ক্যামেরার পিছনেই থাকছে শ্রাবন্তীপুত্র অভিমন্যু। মানবজমিন ছবি দিয়ে পরিচালনার কাজে হাতেখড়ি হল তার। আর প্রথম কাজেই পাশে দেখা গেল প্রেমিকা দামিনী ঘোষকে। পরিচালক শ্রীজাত ও সহকারী পরিচালক রাজদীপ ঘোষের কাজ পর্যবেক্ষণ করছে সে। বলতে গেলে অবজার্ভার হিসাবেই কেরিয়ার শুরু হল ঝিনুকের। তবে পরিচালনার কাজ শেখার পাশাপাশি ফ্লোরের কলাকুশলীদের সাথে ছবিও তুলেছেন অভিমন্যু-দামিনী।
এর আগে একাধিক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন যে ছেলে অভিমন্যু অভিনয় জগতের সাথে যুক্ত হতে চায়। তবে ক্যামেরার সামনে নয় পিছনেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করে সে। এমনকি ছবির জন্য স্ক্রিপ্ট লেখার কাজও করেছে। তবে এবার পরিচালক হওয়ার জন্য হাত কলমে শিক্ষা ও কাজ শুরু হল ‘মানবজমিন’ ছবি দিয়েই।
এদিকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলারেরা সর্বদাই সুযোগের অপেক্ষায় থাকে। আর শ্রাবন্তীপুত্র অভিমন্যু পরিচালনার কাজ শিখছে জানতে পারার পেয়ে শুরু হয়ে গিয়েছে কটাক্ষ। ট্রোলারদের মতে, মা অভিনেত্রী হওয়ার কারণেই ছেলে সুযোগ পেয়েছে। তাই একপ্রকার টলিউড নিয়েই স্বজনপোষণের অভিযোগ উঠেছে আরও একবার। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখনও পর্যন্ত কোনোরূপ মন্তব্য করেননি।