• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তলোয়ার নিয়ে দামিনীর সাথে ঘনিষ্ঠতায় মত্ত শ্রাবন্তী পুত্র অভিমন্যু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Published on:

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। সম্প্রতি রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বেশ কয়েক মাস হয়ে গেল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

শ্রাবন্তীর সঙ্গে তার ছেলে অভিমন্যু চ্যাটার্জির (Abhimanyu Chatterjee) ছবি নিয়েও এর আগে নেটপাড়ায় উঠেছিল সমালোচনার ঝড়। এবার নতুন বছরের শুরুতেই বড়সড় চমক দিলেন শ্রাবন্তী পুত্র। মায়ের তৃতীয় বিয়ে ভাঙতে বসলেও, জমিয়ে প্রেম করছেন অভিমন্যু ওরফে ঝিনুক। দিনকয়েক আগেই ৩ বছরের প্রেম অবশেষে প্রকাশ্যে আনলেন অভিমন্যু। নিজেই শেয়ার করলেন প্রেমিকার সঙ্গে ছবি।

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করার পর থেকেই তার প্রোফাইলে ভীড় জমাতে শুরু করেছে সাইবারবাসী। সম্প্রতি অভিমন্যুর ছবি দেখে চোখ কপালে উঠেছে সকলেরই। হাতে তলোয়ার নিয়ে রাজার বেশে ফটোশ্যুট করেছেন শ্রাবন্তী পুত্র। একটি ছবিতে দেখা গিয়েছে কালো পাঞ্জাবি ডেনিম জিন্স এবং চোখ রোদ চশমা পরে হাতে তলোয়ার নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রাবন্তীপুত্র।

Abhimanyu Chatterjee Damini Ghosh

পরের ছবিতে প্রেমিকাকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে অভিমন্যু লিখেছেন, “আমার সাম্রাজ্যের রানী”। এই ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥