• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অশিক্ষিত মাথামোটা বডিবিল্ডার! এবার রোশনকে এক হাত নিলেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

বেশ কয়েক মাস ধরেই জোর চর্চা চলছে টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) এবং তার তৃতীয় স্বামী রোশন সিং (Roshan singh) কে নিয়ে। বিয়ের পর থেকে বেশ ভালোই ছিলেন রোশন সিং এবং শ্রাবন্তী। কিন্তু পুজোর আগে থেকেই কোনো এক অজানা কারণে চির ধরতে শুরু করে তাদের সম্পর্কে। আর তারপর থেকেই সমস্ত নজর এসে পড়ে রোশন সিং-এর উপরেও।

Roshan singh Srabanti chatterjee

কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে উঠলেও প্রথম থেকেই অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের উপর দিয়ে গিয়েছে অসংখ্য ঝড়ঝাপটা। যতবার থিতু হতে চেয়েছেন তিনি ততবারই কোনোকোনো কারণে ভেঙে গিয়েছে সম্পর্ক। দুটো বৈবাহিক জীবনে চরম অশান্তি ভোগ করার পর পাঞ্জাবি মোতে গুরুদ্বারে গিয় রোশন সিং-য়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী।

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

শ্রাবন্তীর এটা তৃতীয় বিয়ে হলেও রোশনের কিন্তু প্রথম বিয়েই ছিল। সব কিছু জেনে শুনেই শ্রাবন্তী পুত্র ঝিনুক ওরফে অভিমন্যু চ্যাটার্জি (Abhimanyu Chatterjee ), এবং স্ত্রী শ্রাবন্তীকে নিয়েই সংসার করতে শুরু করেন তিনি। সব বেশ ভালোই চলছিল।কিন্তু হঠাৎ পুজোর আগ থেকেই শ্রাবন্তীর সংসারে ঘনিয়ে এলো কালোমেঘ।

Srabanti Chatterjee abhimanyu chatterjee

আলাদা থাকতে শুরু করলেন রোশন শ্রাবন্তী। এরপর থেকেই শ্রাবন্তী পুত্র অভিমন্যুর সাথেও রোশনের সম্পর্ক ক্রমেই তিক্ত হতে থাকে। অনেকদিন ধরেই রোশনের সঙ্গে মায়ের নাম জড়িয়ে যে চর্চা চলছে এবার তার বিরুদ্ধেই যেন ফুঁসে উঠলেন শ্রাবন্তী পুত্র।

ইন্সটাগ্রাম স্টোরিতে রোশনের নাম উল্লেখ না করেই অভিমন্যু লিখলেন, ‘পৃথিবীতে এমনকিছু মাথামোটা বডিবিল্ডার আছে তারা দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলে যে মগজের জন্য আর কিছুই বেঁচে থাকেনা। বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কোথায় বলতে পারেনা। কারণ, তাদের সেই শিক্ষা নেই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥