• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধূমপানের মতোই আমিও ক্ষতিকারক! অবশেষে নিজের ভুল বুঝলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন !

Roshan singh Srabanti chatterjee

বেশ কয়েক মাস ধরেই জোর চর্চা চলছে টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) এবং তার তৃতীয় স্বামী রোশন সিং (Roshan singh) কে নিয়ে। বিয়ের পর থেকে বেশ ভালোই ছিলেন রোশন সিং এবং শ্রাবন্তী। কিন্তু পুজোর আগে থেকেই কোনো এক অজানা কারণে চির ধরতে শুরু করে তাদের সম্পর্কে। আর তারপর থেকেই সমস্ত নজর এসে পড়ে রোশন সিং-এর উপরেও।

শ্রাবন্তীর মতোই তিনিও রাতারাতি হয়ে ওঠেন সেলিব্রিটি। হঠাৎই শ্রাবন্তীর সঙ্গে সমস্ত ছবি নিজের প্রোফাইল থেকে মুছে ফেলেন রোশন। এবং শ্রাবন্তীও ঠিক একই কাজ করেন। একে অপরের নাম না নিয়েই দুজন দুজনকে নিশানা করে পোস্ট যুদ্ধ চালাচ্ছিলেন শ্রাবন্তী রোশন।

Roshan singh Srabanti chatterjee

গত কয়েকদিন ধরেই যেন একটু একটু করে গলতে শুরু করেছে রোশনের মন। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushsnt Singh Rajput) এর সঙ্গে কোলাজ করে ছবি দেওয়ার পর থেকে রোশনকে নিয়ে বেশ চিন্তাতেই পড়ে গেছেন নেটবাসী। সম্প্রতি তার পোস্ট করা ছবি নিয়ে ফের শুরু হয়েছে জোর জল্পনা।

প্রশ্ন উঠছে তবে কি নিজের ভুল বুঝতে পারলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং? নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে হাতে সিগারেট নিয়ে একটি ছবি পোস্ট করে, রোশন ক্যাপশনে লিখেছেন ‘ধুমপান এবং আমি উভয়ই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’।

Roshan singh Srabanti chatterjee

হঠাৎ নিজের সম্পর্কে কেন এই কথা রোশন বললেন তা জানা যায়নি। শ্রাবন্তীও এখনও এই বিষয়ে একটিও মন্তব্য করেননি। অন্যদিকে শ্রাবন্তীও নিজের মতো গুছিয়ে নিয়েছেন নিজেকে। সুশান্তের সঙ্গে ছবি শেয়ার করলেও রোশনের পোস্টে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বরং নিজের সোশ্যাল মিডিয়ায় রোজই নিত্যনতুন ছবি পোস্ট করছেন টলি ডিভা শ্রাবন্তী চ্যাটার্জি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥