• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানের বয়সী ছেলের সাথে এ কী অসভ্যতা! ফাঁস হয়ে গেল শ্রাবন্তীর রোম্যান্টিক ভিডিও

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে চর্চার অন্ত নেই। তিনি নেটপাড়ার প্রিয় ‘গসিপ মেটিরিয়াল’। টলি সুন্দরীর কাজের চেয়ে বেশি অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। তিনবার বিয়ে ভাঙা, পঞ্চম প্রেম নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না অভিনেত্রীকে। সম্প্রতি যেমন তাঁর একটি রোম্যান্টিক ভিডিও (Romantic video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যা দেখে আবারও চটে গিয়েছেন নেটিজেনরা।

শ্রাবন্তী টলিপাড়ার এমন একজন নায়িকা যার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কাঁটাছেঁড়া হয়েছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যতখানি চর্চা হয়, ততখানি চর্চা আর কোনও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে হয় না। সম্প্রতি যেমন একটি ভাইরাল ভিডিওর জন্য ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোল (Troll) হচ্ছেন তিনি। নিশ্চয়ই ভাবছেন সেই ভিডিওয় কী এমন করেছেন শ্রাবন্তী যে তাঁকে এত কথা শুনতে হচ্ছে?

   

Srabanti Chatterjee, Srabanti Chatterjee trolled

আসলে সম্প্রতি নামী মেক আপ আর্টিস্ট রুদ্র সাহা শ্রাবন্তীর একটি ব্রাইডাল লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে অবশ্য অভিনেত্রী একা নেই, তাঁর সঙ্গে একজন পুরুষ মডেলও রয়েছেন। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে এমন এমন মন্তব্য করেছেন নেটিজেনরা যা দেখে আঁতকে ওঠা ছাড়া উপায় নেই।

কনের বেশে শ্রাবন্তীকে দেখে একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘শ্রাবন্তীকে বিয়ের সাজে অনেক দেখেছি। এখন আর দেখতে ভালোলাগে না’। আর একজন অভিনেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘সন্তানসম ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য। বৌ হওয়ার শখটা আর গেল না’।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)


প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অ্যাওয়ার্ড ফাংশান, কফি শপ- নানান জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে। এছাড়াও সেই পরিচালকের আগামী প্যান ইন্ডিয়ার ছবির নায়িকাও শ্রাবন্তী। সেখান থেকে আরও জোরালো হয়েছে চর্চা।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee boyfriend

শ্রাবন্তী নিজে পঞ্চম প্রেমের গুঞ্জনে মুখ না খুললেও, সংশ্লিষ্ট পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এই খবরে কোনও সত্যতা নেই। শুধুমাত্র কাজের প্রয়োজন সৌজন্য সাক্ষাৎ করেছেন দু’জনে। যদিও নিন্দুকদের সেকথা একেবারেই বিশ্বাস হয়নি। আসল সত্যিটা কী তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া এখন আর কোনও উপায়ই নেই।

site