• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চতুর্থবার বাজতে চলছে শ্রাবন্তীর বিয়ের সানাই? প্রেমিকের কথায় লাজে রাঙা, আবারও শুরু জল্পনা

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নিজের কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে বহুবার চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। নায়িকার তিনবার বিয়ে ভাঙা নিয়েও কিন্তু কম চর্চা হয় না। তবে এসবের মাঝেই শোনা যাচ্ছে, শীঘ্রই চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর সঙ্গে রোশন সিংয়ের বিবাহ বিচ্ছেদের কিছু সময় পর থেকেই নায়িকার নতুন প্রেম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল, এবার অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdury) প্রেমে হাবুডুবু খাচ্চেহেন অভিনেত্রী (Tollywood actress)। পুজোয় একসঙ্গে ঘোরা থেকে শুরু করে রেস্তোরাঁয় যাওয়া- সবেতেই দু’জনকে একসঙ্গে দেখা যেত। শোনা গিয়েছিল, দু’জনে একসঙ্গে বিদেশেও ঘুরতে গিয়েছেন।

   

Srabanti Chatterjee with Roumoured Lover Abhirup Nag Chowdhury

অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম নিয়ে বিস্তর চর্চা হলেও, সেই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। অভিরূপ নিজেকে নায়িকার ফ্যান এবং শ্রাবন্তী তাঁকে স্রেফ নিজের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। তবে এসবের মাধ্যমেই চর্চিত প্রেমিকের একটি পোস্টে নায়িকার কমেন্ট দেখার পর থেকেই দু’জনের প্রেম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে লি রায়নের একটি উদ্ধৃতি শেয়ার করে অভিরূপ লেখেন, ‘আমার পছন্দের মেয়ে হবে একটু পাগল। যার সঙ্গে কথা বলা যাবে। আমার জন্য কেউই খুব বেশি পাগল অবশ্য হবে না। তবে যত বেশি পাগল হবে তত ভালো। আমার একটু পাগল মেয়েই পছন্দ’।

Srabanti's comment on Abhirup's post

সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। শ্রাবন্তী সেখানে চোখে হাত দেওয়া দু’টি লাজুক বাঁদরের ইমোজি কমেন্ট করেন। সঙ্গে সঙ্গে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসে সেটি। নেটিজেনদের একাংশের অনুমান, বেশ জমে উঠেছে দু’জনের প্রেম। শীঘ্রই সাত পাক ঘুরলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিরূপের সম্বন্ধে মুখ খোলেন শ্রাবন্তী। ‘কাছের বন্ধু’র প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আপাতত এই মুহূর্তে আমি সিঙ্গেল। তবে অভিরূপ আমার খুবই ভালো বন্ধু। ভবিষ্যতে কী হবে জানি না। ভালোবাসা আসতেই পারে’।