• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পুরো হিরো মেটেরিয়াল’! নবনীতার সাথে ডিভোর্স জল্পনার মাঝেই জীতুর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী

Published on:

Srabanti Chatterjee praised Actor Jeetu Kamal

বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) এবং অভিনেত্রী নবনীতা দাসের (Nabanita Das) ডিভোর্সের (Divorce) খবর। কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের  মাধ্যমে জীতুর সাথে বিচ্ছেদের কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন নবনীতা। যদিও জীতু পরিষ্কার করে কিছু না বললেও অভিনেতার কথা শুনে অনুরাগীদের অধিকাংশই মনে করছেন তিনি তাঁর বাচ্চা বউয়ের সাথে সবকিছু মিটমাট করে নিতে চান।

তবে এখনও পর্যন্ত বিচ্ছেদের কারণটা খোলসা করেননি তারা। তবে এখন দুজনেই ব্যস্ত রয়েছেন নিজেদের কাজে। অন্যদিকে জীতু নবনীতার বিচ্ছেদের খবরে মাঝে উঠে এসেছিল টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম। যদিও বিষয়টা স্পষ্ট করে দিয়ে নবনীতা আগেই জানিয়ে দিয়েছিলেন তাদের বিচ্ছেদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি নেই।

Tollywood couple Jeetu Kamal and Nabanita Das divorce reasons

প্রসঙ্গত জীতু-শ্রাবন্তী সম্প্রতি কমলেশ্বর মুখোপাধ্যায়ের সিনেমা আমি আমার মতো’ অভিনয় করেছেন। এই সিনেমায় শ্রাবন্তীর নায়ক হয়েছেন জীতু। এসবের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জীতুর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এদিন অভিনেত্রী জানান জীতুর সাথে এটা তাঁর প্রথম সিনেমা হলেও এর আগেই একসাথে কাজ করেছিলেন তাঁরা।

এরপরেই সহ অভিনেতাকে প্রশংসার ভরিয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন ‘তখন ও সিরিয়াল করত। আমরা একসঙ্গে মহালয়া করেছিলাম। ও শিবের চরিত্রে অভিনয় করে। ওকে অত্যন্ত প্রমিসিং লাগে। ওর অভিব্যক্তি, অভিনয় ভালো লাগে। হাইটটাও ভালো। যাকে বলে হিরো মেটিরিয়াল।’

Srabanti Chatterjee, Srabanti Chatterjee educational qualification

তবে শ্রাবন্তী একা নন। কিছুদিন আগে সহ অভিনেত্রীর প্রশংসায় পর্দার ‘অপরাজিত’ বলেছিলেন  ‘ও ফ্লোরে কাজ নিয়ে একাগ্র। অত্যন্ত সচেতন। ও দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। অনেক নায়িকা বড় হিরো ছাড়া কাজ করতে আগ্রহী হন না। অনেকে তো হিরোদের সঙ্গেও কাজ করতে চান না। ওর মধ্যেই এই সমস্ত বিষয় নেই।  ওর জন্য স্ক্রিপ্টটাই আসল।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥