টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা।
তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। কয়েক মাস যাবত রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বছর ঘুরতে চলল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।
তারপর থেকেই নিজেদের ইন্সটা হ্যান্ডেলে একে অপরের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে লাগাতার পোস্ট করে গিয়েছেন শ্রাবন্তী রোশন৷ কয়েকদিন ধামাচাপা পড়ে রইলেও ফের চর্চায় উঠে এসেছে রোশন শ্রাবন্তীর সম্পর্ক।
সম্প্রতি, ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন রোশন সিং। আদালতকে তিনি জানিয়েছেন, পুরনো তিক্ততা ভুলে তিনি আবারও শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান।
কিন্তু শ্রাবন্তী আবার নিজের পোস্টে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মোটেই রোশনের কাছে ফিরে যেতে চাননা। ”কিছু মানুষ তোমার উপর নজর রাখে, তুমি হারছ কিনা সেটা দেখার জন্য, কিন্তু না, আমি জিতেছি।”
তবে সম্প্রতি শ্রাবন্তীর নতুন পোস্ট ফের জল্পনা উস্কে দিয়েছে৷ পরনে কালো টপ, আর হট প্যান্ট। পাহাড়ের কোলে নির্জন জায়গায় দাঁড়িয়ে হাসিখুশি চেহারায় ধরা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আর সেই ছবিরই ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’। আর এরপরেই প্রশ্ন উঠছে হঠাৎ কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী? তবে কি রোশনের কাছে ফিরতে চাইছেন শ্রাবন্তী?