• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতের মরশুমে কমবয়সী যুবকের সাথে শ্রাবন্তী, ছবি ভাইরাল হতেই কটাক্ষ নেটপাড়ায়

লিপাড়ার চর্চিত অভিনেত্রীদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বিবাহ, প্রেম সব কিছুই তুমুল চর্চার বিষয় নেটিজেনদের কাছে। মাঝে মধ্যেই তাকে নিয়ে আলোচনা চলে নেটপাড়ায়। আর সম্প্রতি এক শ্রাবন্তীর একটি নতুন ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যে কারণে আবারও তুমুল আলোচনার বিষয় হয়ে গিয়েছেন অভিনেত্রী।

একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী। তবে বর্তমানে সিনেমার পর্দায় তাকে দেখা যায় না বললে হয়তো খুব একটা ভুল হবে না। বহুদিন ধরেই অভিনয়ের থেকে দূরে রয়েছেন তিনি। মাঝে  অবশ্য রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে বিগত কয়েক বছরে নিজের ব্যক্তিগত জীবনের প্রেম থেকে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি।

   

Srabanti Chatterjee,Sohail Dutta,Srabanti Chatterjee Viral Photo,শ্রাবন্তী চ্যাটার্জী,শ্রাবন্তী ভাইরাল ছবি,Srabanti CHatterjee Trolled in Social Media

সম্প্রতি শ্রাবন্তীকে এক অল্প বয়সী যুবকের সাথে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে  শ্রাবন্তীর সাথে ওই যুবকের ছবি শেয়ার হবার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যুকবটির নাম সোহেল দত্ত। সোহেল একজন অভিনেতা তথা রাজনৈতিক কর্মী। টেলিভিশন সিরিয়াল থেকে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। আর শ্রাবন্তী ও সোহেলের মধ্যে ভাই বোনের সম্পর্ক রয়েছে।

Srabanti Chatterjee,Sohail Dutta,Srabanti Chatterjee Viral Photo,শ্রাবন্তী চ্যাটার্জী,শ্রাবন্তী ভাইরাল ছবি,Srabanti CHatterjee Trolled in Social Media

ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা থেকে কটাক্ষ। নেটিজেনদের একাংশ ছবি দেখে প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করে নোংরা মন্তব্য করেছেন। নেটিজেনদের কারোর মতে, ‘শেষ পর্যন্ত একটা বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না’। তো কারোর মতে, ‘আবার নতুন জুটিয়ে নিলে’? আবার কেউ বলেছেন, ‘এটা কত নাম্বার?’  এমনই নানা বাজে মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। তবে শ্রাবন্তী বা যুবকটি কেউই এই কটাক্ষের কোন উত্তর দেননি।

Srabanti Chatterjee,Sohail Dutta,Srabanti Chatterjee Viral Photo,শ্রাবন্তী চ্যাটার্জী,শ্রাবন্তী ভাইরাল ছবি,Srabanti CHatterjee Trolled in Social Media

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শুরুতেই দুবাইতে ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। দুবাইতে ঘুরতে গিয়ে দুধ সাদা পোশাকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।  এছাড়াও এলাহী হোটেলের অন্দরমহল থেকে বেডরুমেরে ছবি শেয়ার করেছিলেন। যা বেশ ভাইরাল হয়ে পড়েছিল। সেই সময় গুঞ্জন উঠেছিল অভিনেত্রী নাকি তাঁর চর্চিত প্রেমিক অভিরূপ নাগের সাথে ঘুরতে গিয়েছেন।

site