• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা-মেয়ে থেকে স্বামী-স্ত্রী, প্রসেনজিতের সাথে সম্পর্ক নিয়ে ট্রোলড! মুখ খুললেন শ্রাবন্তী

Published on:

Srabanti Chatterjee opens up on Prosenjit Chatterjee's daughter to wift in Kaberir Antardhan Movie memes

টলিউডের (Tollywood) চর্চিত তারকাদের নামের তালিকায় উপরের দিকেই থাকবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম। সুন্দরী এই অভিনেত্রীকে নিয়ে চর্চা চলতেই থাকে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া- সব জায়গাতেই আলোচনার ‘হট টপিক’ তিনি। যদিও কাজের চেয়ে বেশি শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বেশি। ব্যক্তিগত জীবনের কারণেই বহুবার কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী।

টলিপাড়ার এই সুন্দরী নায়িকার ডেবিউ হয়েছিল সেই নব্বইয়ের দশকে। ‘মায়ার বাঁধন’ (Mayar Badhon) ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন নায়িকা। তাঁর বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বুম্বাদার মেয়ের চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। এমনকি প্রশংসা করেছিলেন অভিনেতা নিজেও।

Prosenjit Chatterjee and Srabanti Chatterjee

মাঝে কেটে গিয়েছে বেশ অনেকগুলো বছর। ‘মায়ার বাঁধন’এর সেই পুঁচকে মেয়ে এখন টলিপাড়ার প্রথম সারির নায়িকা। তাঁকে দেখা গিয়েছে, সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’এর (Kaberi Antardhan) মুখ্য চরিত্রে। তাঁর বিপরীতে আবার ছিলেন এককালের অনস্ক্রিন বাবা প্রসেনজিৎ। অর্থাৎ বুম্বাদার মেয়ে থেকে সোজা বৌ হয়ে গিয়েছেন শ্রাবন্তী! সম্প্রতি এই বিষয়টি নিয়েই মুখ খোলেন অভিনেত্রী।

শ্রাবন্তীর কথায়, প্রসেনজিৎ-র সঙ্গে তাঁর বরাবরই খুব ভালো সম্পর্ক। ‘মায়ার বাঁধন’এ একসঙ্গে অভিনয়ের পর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে, কিন্তু কাজ করা হয়নি। যদিও অভিনেত্রীর মনে বুম্বাদার সঙ্গে কাজ করার একটা সুপ্ত বাসনা ছিলই।

Srabanti Chatterjee and Prosenjit Chatterjee in Mayar Badon

‘বিন্দাস’ অভিনেত্রীর কথায়, বুম্বাদা এখনও তাঁর সঙ্গে আগের মতোই ব্যবহার করেছেন। মাঝেমধ্যে নাকি মজা করে বলতেন, ‘এখনও তোকে পিঠে নিয়ে ঘুরি?’ পাশাপাশি শ্রাবন্তী এও বলেন, কাজের আগে তাঁর মধ্যে যে নার্ভাসনেস কাজ করছিল তাঁর প্রসেনজিৎই দূর করে দিয়েছিলেন। তাঁর মতো সহ অভিনেতা থাকায় কাজ করতে কোনও সমস্যাই হয়নি।

Prosenjit Chatterjee and Srabanti Chatterjee

উল্লেখ্য, ‘কাবেরী অন্তর্ধান’ নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিম দেখা যাচ্ছে। এই বিষয়ে নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন মিম তাঁর বেশ ভালোই লাগে। শ্রাবন্তী বলেন, সেই সময় প্রসেনজিৎ’ই তাঁকে বলেছিলেন, ‘একসময় তুই আমার নায়িকা হবি’। পাশাপাশি এই জানান, তাঁর তখনকার চুলের স্টাইলের জন্য বুম্বাদা নাকি তাঁকে ‘লেডি ডায়ানা’ বলে ডাকতেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥