• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিকলো না চতুর্থ প্রেম! বিয়ের মরশুমে অভিরূপের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী 

Published on:

শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,প্রতিক্রিয়া,Reaction,অভিরূপ নাগ চৌধুরী,Abhirup Nag Choudhury,বিচ্ছেদ,Break Up

বাংলা সিনেমা জগতের চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।  তার ব্যক্তিগত জীবন হামেশাই উঠে আসে পেজ থ্রীর পাতায়। ইন্ডাট্রিতে তিনি এমন একজন অভিনেত্রী যার অভিনয়ের তুলনায় অনেক বেশি করছে হয় ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি কার সাথে সম্পর্ক রয়েছেন কিংবা কার সাথে প্রেম করছেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের।

বারবার সম্পর্ক  জড়ালেও সেই সম্পর্ক না টেকার  কারণে হামেশাই তাঁকে  নিয়ে ট্রোলিংয়ে মেতে ওঠেন নেটিজেনরা। প্রথম এবং দ্বিতীয়  বিবাহ বিচ্ছেদের পর বছর তিনেক আগে রোশান সিংয়ের সঙ্গে বিয়ে করে লাইমলাইটে এসেছিলেন শ্রাবন্তী। পরবর্তীতে তাদের বিচ্ছেদ নিয়েও মাঝখানে অনেক জল ঘোলা হয়েছে।

Srabanti Chatterjee as bride

একে অপরকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে একে অপরকে নানা রকম ভাবে দোষারোপ করতে দেখা গিয়েছিল তাদের। প্রসঙ্গত রোশান ছিলেন শ্রাবন্তির তৃতীয় স্বামী। কিন্তু তিনবার বিয়ের পরেও টেকেনি সেই বিয়ে। বছর ঘোরার আগেই বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

এরপর সময়ের সাথে সাথে দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। শ্রাবন্তীর জীবনে এসেছে তাঁর  নতুন প্রেমিক। তথা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (Abhirup Nag Choudhury)। তাদের প্রেমের খবর এখন ওপেন সিক্রেট। কিন্তু এখনও  পর্যন্ত একে অপরের সাথে সম্পর্কে থাকার কথা স্বীকার করেননি কেউই। তবে মাঝে মধ্যে তাদের দুজনকে একসাথে হ্যাংআউট হোক কিংবা দেশ বিদেশের ছুটি কাটাতে দেখা যায়।

শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,প্রতিক্রিয়া,Reaction,অভিরূপ নাগ চৌধুরী,Abhirup Nag Choudhury,বিচ্ছেদ,Break Up

এছাড়া সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তী এবং অভিরূপের কথোপকথন নিয়েও কম আলোচনা হয় না। কিন্তু এবার জানা যাচ্ছে বয়সে ছোট এই নতুন প্রেমিকের সাথেও সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে শ্রাবন্তীর। তবে কোনরকম তিক্ততা ছাড়াই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই একে অপরের থেকে আলাদা (Break Up) হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ প্রসঙ্গে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমে অভিনেত্রী একবাক্যে জানিয়েছেন ‘আমরা একই  আবাসনে থাকি। এখনো ভালো বন্ধু। কোন বিচ্ছেদ হয়নি,অভিরূপের  কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥