• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ বার বিয়ে করেও সাধ মেটেনি, বাবাকেও বিয়ে করতে চাইতাম! স্বীকারোক্তির জেরে ট্রোলড শ্রাবন্তী

Published on:

Srabanti Chatterjee once revealed she wanted to marry her father

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে (Srabanti Chatterjee) নিয়ে নেটিজেনদের চর্চা লেগেই থাকে। কাজের থেকে বেশি অবশ্য অভিনেত্রীকে নিজের ব্যক্তিগত জীবনের জন্য কটাক্ষের শিকার হতে হয়। তিনবার বিয়ে থেকে শুরু করে নতুন প্রেমিক, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের চর্চার অন্ত নেই।

আর এই সব কারণেই মাঝেমধ্যেই টলি সুন্দরী কটাক্ষের শিকারও হতে হয়। একবার যেমন নিজের বাবাকে নিয়ে একটি মন্তব্যের জেরে চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। জি বাংলার একটি রিয়্যালিটি শো’তে গিয়ে শ্রাবন্তী নিজের বাবাকে নিয়ে এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে নেটদুনিয়ায় প্রচুর অশ্লীল কথা শুনতে হয়েছিল তাঁকে।

Srabanti Chatterjee

বেশ কয়েক বছর আগে শ্রাবন্তী তাঁর মা-বাবাকে নিয়ে জি বাংলার একটি পুরনো রিয়্যালিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’তে গিয়েছিলেন। সেখানে গিয়েই অভিনেত্রী বলেন, তিনি নাকি তাঁর বাবাকে বিয়ে করতে চাইতেন! আর তা শুনেই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল নেটিজেনদের।

দেবশঙ্কর হালদার সঞ্চালিত সেই শো’য়ে গিয়ে টলি সুন্দরী বলেন, তিনি ছোট থেকেই বেজায় দুষ্টু। সেই কারণে বাবার কাছে প্রচুর মারও খেয়েছেন তিনি। বাবাকে বেশ ভয় পান বলেও জানান শ্রাবন্তী। সেই সঙ্গেই অভিনেত্রী এও জানান যে তাঁর বাবা মিলিটারিতে কর্মরত ছিলেন এবং সেই সঙ্গেই থিয়েটারও করতেন। ছোট থেকেই শ্রাবন্তীর বাবা তাঁর কাছে ছিলেন একেবারে ‘হ্যান্ডসাম হাঙ্ক’।

Srabanti Chatterjee with her father

এরপরই শ্রাবন্তী বলেন, ছোটবেলায় তিনি নিজের বাবাকেই বিয়ে করতে চাইতেন। একথার উত্তরে অভিনেত্রীর বাবা তাঁকে বলতেন, ‘ঠিক আছে। তুই আগে বড় তো হ!’ এসবের মাঝে নেটিজেনদের নজর কেড়েছিল ‘বাবাকে বিয়ে করতে চাওয়ার’ অংশটি। আর ব্যস, শ্রাবন্তীকে লক্ষ্য করে ধেয়ে আসতে থাকে একের পর এক কুরুচিকর মন্তব্য।

যদিও গোটা বিষয়টিতে শ্রাবন্তীর পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর অনুরাগীরা। টলি সুন্দরীর অনুরাগীদের মতে, ছোটবেলায় এমন কথা অনেকেই বলে থাকেন। এর কোনও খারাপ কিংবা কুরুচিকর অর্থ নেই। যদিও এসব বলে সেই সময় নিন্দুকদের মুখ বন্ধ করা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥