টলিউডের (Tollywood) সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। একসময় একাধিক সুপারহিট ছবি উপহার দিলেও বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। তবে জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্র কমেনি, বরং তড়তড়িয়ে বেড়েছে। সম্প্রতি ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছিলেন শ্রাবন্তী। আসলে বলিউড থেকে টলিউড বিনোদন দুনিয়ার স্ট্রেস বাস্টার মানেই এখন মালদ্বীপের নীল সমুদ্র। সেই তালে তাল মিলিয়েই মালদ্বীপে পাড়ি শ্রাবন্তীর।
নীল সমুদ্রের দেশে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী। এরপর থেকে প্রতিনিয়ত ছবি শেয়ার করে নিচ্ছেন লক্ষ লক্ষ অনুগামীদের সাথে। মুহূর্তের মধ্যেই সেই ছবিগুলি ভাইরালও হয়ে পড়ছে। কখনো বিচের ধরে কালো মনোকিনি তো কখনো খোলা আকাশের নিচের পোজ। এককথায় গরমের পারদ আরও কিছুটা বাড়িয়ে তুলেছে শ্রাবন্তীর বোল্ড ছবি।
তবে শুধু দেখলেই হবে না! অভিনেত্রী মালদ্বীপে যে হোটেলে উঠেছেন তার খরচটাও জেনে নিন একবার। বিদেশে ঘুরতে গিয়ে দামি হোটেলে থাকতে সকলেই পছন্দ করে। সেখানে অভিনেত্রী বলে কথা, এলাহী আয়োজন তো হওয়ারই কথা। মালদ্বীপের একপ্রকার রাজকীয় রিসোর্টে থেকেছিলেন অভিনেত্রী, যার এক একটি কমদামি ভিলার এক রাতের খরচই দেড় থেকে আড়াই লক্ষ টাকা।
অসাধারণ সুন্দর এই ভিলা টুকরো টুকরো দ্বীপের সমন্বয়ে তৈরী। একটি থেকে আরেকটি ভিলায় যাতায়াতের জন্য রয়েছে বোট। সাথে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুইমিং পুল রয়েছে যেটা ঠিক সমুদ্রের নীল জলের পাশেই। এখানেই শেষ নয়, সবথেকে দামি যে ভিলা রয়েছে তাতে একরাত থাকতে গেলে খসাতে হবে ২৪ লক্ষ টাকা। অবশ্য অভিনেত্রী কোনটিতে ছিলেন সেটা ঠিক জানা যায়নি।
প্রসঙ্গত, মালদ্বীপে এই প্রথম নয়, এর আগেও গিয়েছিলেন শ্রাবন্তী। ছেলে হবু বৌমাকে নিয়ে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এসেছিলেন। অবশ্য সাথে চর্চিত প্রেমিকের যাওয়ারও গুঞ্জন রটেছিল। তবে তিনি আদৌ গিয়েছিলেন কি না তা জানা যায়নি। আর গত বারের মত এবারেও কি ছেলে হবু বৌমা আর প্রেমিকের সাথে গিয়েছিলেন নাকি এক সেটা এখনও অজানাই রয়ে গিয়েছে।