আজ সরস্বতী পুজোর পাশাপাশি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস বলা যেতে পারে। এমনিতেই প্রেমের জন্য আদর্শ মাস ফেব্রুয়ারি। আর এই প্রেমের মরশুমে কলকাতা ছেড়ে দুবাইতে পাড়ি দিয়েছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তবে অভিনেত্রী কিন্তু একা পাড়ি দেননি দুবাইতে, সাথে রয়েছেন আরেকজন। আর সেই মানুষটিকে ইতিমধ্যেই অনেকেই চেনেন।
হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, বিশেষ বন্ধু অভিরূপ নাগ চৌধুরীর সাথেই দুবাইতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াতে সাধারণত বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে নেন ভক্তদের সাথে। তেমনি সম্প্রতি দুবাই ভ্রমণের বেশ কিছু ছবি অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন অনুগামীদের সাথে।
প্রথমে দুবাইয়ের রাস্তায় দুধ সাদা পোশাকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সাথে ক্যাপশনে লিখেছিলেন, ‘নিজের পাখনাকে শক্তি দাও আর উড়ে যাও। সেই ছবিগুলি বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। ক্যাপশন দেখেই নেটিজেনরা বুঝতে পেরেছেন দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবনকে আরও বেশি খোলামেলা ভাবে উপভোগ করার জন্যই বার্তা দিচ্ছিলেন অভিনেত্রী।
এর কিছুদিন আগেই অভিরূপের সাথে এক রেস্তোরায় গিয়ে গিয়েছিলেন শ্রাবন্তী। কোথায়? কলকাতায় বিরাট কোহলির রেস্তোরা রয়েছে, সেখানেই হাজির হয়েছিলেন দুজনে। যেমনটা জানা যাচ্ছে এই রেস্তোরার দায়িত্বে রয়েছেন ঊষসী সেনগুপ্ত তাঁর আমন্ত্রণেই শ্রাবন্তী ও অভিরূপ গিয়েছিলেন রেস্তোরায়। সেই ছবিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবনের কারণে বহুবার আলোচনায় উঠে এসেছেন শ্রাবন্তী। তিনবার বিয়ে হলেও শেষপর্যন্ত তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকেও আলাদা হয়ে গিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এমনকি রোশনের আইনজীবির মতে বিচ্ছেদের পাশাপাশি প্রতিমাসে ৭ লক্ষ টাকা খোরপোশ দাবি করেছেন অভিনেত্রী।
তবে তৃতীয় বিয়ের বিচ্ছেদের কেস চললেও গতবছর থেকেই অভিনেত্রীর চতুর্থ প্রেম নিয়ে গুঞ্জন চলছে। তারই আবাসনের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সাথে প্রেমের গুঞ্জন রটেছে নেটপাড়ায়। যদিও এমন কিছুই নেই তাদের মধ্যে, দুজনেই ভালো বন্ধু এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।