• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুখবর! ভাঙতে বসেছে তৃতীয় বিয়ে, এর মাঝেই শ্রাবন্তী শরীরে নতুন অতিথি

Srabanti Chatterjee Roshan Singh

টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি ( Srabanti Chatterjee ) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। সম্প্রতি রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বেশ কয়েক মাস হয়ে গেল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।

Srabanti chatterjee

কেরিয়ারের জন্য অসম্ভব সাফল্য পেলেও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন মোটেও সুখের নয়। একেরপর এক ঝড়ঝাপটা সামলে এসেছেন তিনি। তিন তিনটে বিয়ের পরেও একফোঁটাও শান্তি মেলেনি তার। তাই সব ভুলে এবার নিজেই নিজেকে উপহার দিলেন অভিনেত্রী।

Srabanti Chatterjee got inked

এই টানাপোড়েনের পরিস্থিতিতে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) জীবনে এলো নতুন অতিথি। কি ভাবছেন ফের মা হতে চলেছেন অভিনেত্রী? না সেরকমটা নয়। আসলে এবার নিজের পিঠে ট্যাটু  (Tattoo) করিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর ট্যাটু মানেই আমরা জানি সেটা আজীবনের সঙ্গী হয়েই থেকে যায়।

Srabanti chatterjee

নিজের পিঠে বুদ্ধদেবের ছবি ট্যাটু করেছেন শ্রাবন্তী। আর তাতে লেখা খুবই অর্থবহ একটি লাইন ” অতীতে আপনি যতটা কষ্ট পেয়েছেন, তা থেকেই আবার নতুন করে শুরু করতে পারেন।” সোশ্যাল মিডিয়ায় এই ট্যাটুর ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ‘অনুপ্রেরণা’। এই ছবি পোস্ট করা মাত্রই নিমেষে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, নেট নাগরিকরা প্রভূত প্রশংসাও করেন অভিনেত্রীর ট্যাটুর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥