বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিয়ে অভিনেত্রী কে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর ফ্যান ফলোয়িংও রয়েছে নজরকাড়া। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় নিমেষে।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পশুপ্রেম দেখিয়ে ছবি পোস্ট করেই বিপাকে পড়লেন অভিনেত্রী। তাও আবার যে সে জটিলতা নয় যাকে বলে একেবারে আইনি জট। সদ্য শিকলে বাঁধা একটি ছোট্ট বেজির (Mongoose) ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। এই ঘটনার জেরেই ফের একবার শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। এবার বন্যপ্রাণ আইনের আওতায় বিপাকে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee)।
অবোলা প্রাণীর গলায় শিকল পরিয়ে ছবি তোলার সঠিক কারণ জানতে চেয়ে গত ১৫ জানুয়ারি ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল (Wildlife Crime Control Cell)-এর তরফ থেকে তাকে সমন পাঠানো হয়েছিল। ২ দিন আগেই অর্থাৎ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেও পাঠানো হয়েছিল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে।
কিন্তু দেখা যায় সবাইকে অবাক করে শ্রাবন্তী প্রথমে গিয়ে উঠেছিলেন অরন্য ভবনে। তারপর সেখান থেকেই তিনি পৌঁছান নির্দিষ্ট দফতরে। তবে জানা যায় একদিনেই শেষ হয়নি জেরা।যার জেরে মঙ্গলবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে। সূত্রের খবর, পুরো ঘটনা প্রকাশ্যে না আসা পর্যন্ত শ্রাবন্তীকে দফায় দফায় ডেকে পাঠানো হবে। এখনও পর্যন্ত যা খবর অভিনেত্রী কে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে শ্রাবন্তী ঝোঁকের মাথায় এমন কান্ড করে বসেছেন।
জানা যায় তিনি নাকি বেআইনি ভাবে কোনও বন্যপ্রাণী বাড়িতে পুষছেন না। শ্যুটিংয়ের সময় এই ছোটো প্রাণীটিকে তার ভীষণ ভাল লেগেছিল তাই তিনি বেজির সঙ্গে ছবি তুলেছিলেন বলে জানিয়েছেন। তবে গলায় শিকল কেন বাঁধা হল কিংবা বেজিটি তার কাছে কীভাবে এল সেবিষয়ে এখনও সদুত্তর মেলেনি। তাই প্রয়োজনে অভিনেত্রী কে আবারও হাজিরা দিতে হতে পারে বলেই খবর।