• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুকে গেছে তৃতীয় বিয়ে! ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী, আগামী ঈদেই পাবে পরিণতি

Published on:

Srabanti Chatterjee শ্রাবন্তী চ্যাটার্জি

টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। সম্প্রতি রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বেশ কয়েক মাস হয়ে গেল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।

Roshan singh Srabanti chatterjee

রোশন সিং ও প্রকাশ্যে স্বীকার করেন অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে কোনোও যোগাযোগ নেই তার। আর শ্রাবন্তীও রোশনের সঙ্গে যাবতীয় যোগাযোগ সম্পর্ক সবই প্রায় ছিন্ন করে ফেলেছেন। এরমাঝেই শিরোনামে উঠে এসেছে শ্রাবন্তী পুত্র অভিমন্যু চ্যাটার্জি ওরফে ঝিনুকের প্রেম কাহিনি।

srabanti jhinuk damini

মায়ের তৃতীয় বিয়ে ভাঙতে বসলেও, জমিয়ে প্রেম করছেন অভিমন্যু ওরফে ঝিনুক। দিনকয়েক আগেই ৩ বছরের প্রেম অবশেষে প্রকাশ্যে আনলেন অভিমন্যু। নিজেই শেয়ার করলেন প্রেমিকার সঙ্গে ছবি।

Srabanti Chatterjee শ্রাবন্তী চ্যাটার্জি

এদিকে শ্রাবন্তীও সম্পর্কের সমস্ত জটিলতা কাটিয়ে মন দিয়েছেন কাজে। সম্প্রতি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে একটি রোমান্টিক মিউজিক ভিডিওর শ্যুটিং শেষ করেছেন শ্রাবন্তী। শান্ত খানের সঙ্গে সেই রোমান্টিক মুহূর্তের কিছু দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে আগামী ঈদেই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী শান্ত এর আসন্ন ভিডিও ‘বিক্ষোভ’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥