• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি নরকে থেকেও স্বর্গের পরী’, বিয়ের মরশুমে শ্রাবন্তীর ছবি দেখে বুক দুরুদুরু পুরুষ ভক্তদের

বিনোদন জগতের তারকাদের নিয়ে চর্চার অন্ত নেই। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সর্বাধিক চর্চিত বা বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। সারাবছরই কোনো না কোনো খবরে রয়েছেন তিনি। তবে অভিনয়ের কেরিয়ারের থেকেও বেশি ব্যক্তিগত জীবনের জন্য চর্চিত হন তিনি। পেজ থ্রীর পাতায় হামেশাই দেখা যায় অভিনেত্রীর পার্সোনাল লাইফের নানা তথ্য।

ইতিমধ্যেই তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী, সেই নিয়েই বার বার ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। প্রথম দুই বিয়ে ভাঙার পর তৃতীয়বার সম্পর্কে জড়াতেই শুরু হয় কটাক্ষ। তৃতীয় বার বিয়েতে রোশনের সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি। সেই থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার শ্রাবন্তী।

   

Srabanti Chatterjee,Srabanti Chatterjee Instagram Photo,Srabanti Chatterjee Viral Photo,Srabanti Party Look,Srabanti Deep Lines,শ্রাবন্তী চ্যাটার্জী,শ্রাবন্তী চ্যাটার্জী পার্টি লুক,শ্রাবন্তী চ্যাটার্জী ভাইরাল ছবি

বর্তমানে শ্রাবন্তীর বয়স ৩৫ বছর তবে তাকে দেখে কিন্তু সেটা বুঝতে পারা প্রায় অসম্ভব। দেশি স্টাইলে শাড়ি থেকে ওয়েস্টার্ন পোশাক সবেতেই মোহময়ী সুন্দরী অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি, কাজ থেকে শুরু করে মাঝে মধ্যেই ঘোরা বেড়ানোর ছবি ও ভিডিও শেয়ার করে নেন লক্ষধিক ভক্তদের সাথে।

Srabanti Chatterjee Viral Party Photoshoot

সম্প্রতি ইনস্টাগ্রামে বোল্ড পার্টি লুকে হাজির হয়েছেন শ্রাবন্তী। কালো  রঙের ঝলমলে ওয়েস্টার্ন পোশাকে শ্রাবন্তীকে দেখা চোখ ফেরানো দায় ভক্তদের। ছবিতে ডিপ নেক ব্রালেটের সঙ্গে সিলভার পার্টি ব্লেজার সাথে স্কার্ট। আর পোশাকের মাঝে উঁকি দেওয়া বক্ষ বিভাজিকা। সব মিলিয়ে ছবি সুপার ভাইরাল নেটপাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

এমন ছবির সাথে রয়েছে জমপেশ ক্যাপশন। অভিনেত্রী লিখেছেন, ইনিই সেই মহিলা যিনি নরকের মধ্যে হাঁটলেও স্বর্গের পরী হয়ে বেঁচে থাকেন’। বোঝাই যাচ্ছে ক্যাপশনের এই লাইনের পিছনে অন্তর্নিহিত অর্থ রয়েছে। তবে শীতের মরশুমে শ্রাবন্তীর ছবি যে হিট সেটা ছবির লাইক আর কমেন্টই জানিয়ে দিচ্ছে।

site