• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্চম প্রেমের গুঞ্জনের মাঝেই চতুর্থ বিয়ে, পরিচালক শুভ্রজিৎ-কে বিয়ে করলেন শ্রাবন্তী!

Published on:

Director Subhrajit Mitra to play Srabanti Chatterjee's Husband role amid Dating Rumours

টলিপাড়ার (Tollywood) চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলতেই থাকে। কখনও নিজের কাজের মাধ্যমে কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে ‘সংবাদ’ হয়ে থাকেন তিনি। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। তিনি কার সঙ্গে প্রেম করছেন, তাঁর ব্যক্তিগত জীবনে কী চলছে এই সবকিছু জানা চাই তাঁদের।

সকলেই জানেন, টলিপাড়ার এই সুন্দরী এই নায়িকা তিনবার গাঁটছড়া (Marriage) বেঁধেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর কোনও বিয়েই টেকেনি। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা মেটার আগেই ‘দেবী চৌধুরানী’ অভিনেত্রীর নাম জড়িয়েছিল ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। নায়িকা এই বিষয়টি বারবার অস্বীকার করলেও, নেটিজেনরা সেকথায় কর্ণপাত করেনি।

Srabanti Chatterjee

গত কয়েকদিন ধরে যেমন আবার শোনা যাচ্ছে, টলিউডের নামী পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। দিন কয়েক আগে দু’জনের ‘কফি ডেট’এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন থেকেই শুরু হয় চর্চা। অভিনেত্রী যদিও পরে জানিয়েছিলেন, ‘দেবী চৌধুরানী’ নিয়ে কথা বলতে গিয়েছিলেন তাঁরা।

এই খবরের মাঝেই এবার শোনা যাচ্ছে, শুভ্রজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন টলি সুন্দরী। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। রিল নয় বরং রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। পরিচালক রাজর্ষি দের আগামী সিনেমা ‘সাদা রঙের পৃথিবী’তে মুখ্য চরিত্রে শ্রাবন্তী অভিনয় করছেন। সেখানেই বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎকে।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee affair, Srabanti Chatterjee and Subhrajit Mitra

শ্রাবন্তীর আগামী ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎকে। এই ছবিতে আবার টলি সুন্দরীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। জানা গিয়েছে, শ্রাবন্তী অভিনীত একটি চরিত্র যতখানি আলোয় উজ্জ্বল, অপর চরিত্রটি ঠিক ততখানি অন্ধকারে বিলীন। ‘সাদা রঙের পৃথিবী’তেই শ্রাবন্তীর স্বামীর চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎকে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শ্রাবন্তী সাফ বলেছিলেন, পরিচালককে তিনি দাদার চোখে দেখেন। কফি শপের তাঁদের সাক্ষাৎ কেবলমাত্র কাজের সূত্রে ছিল। তাছাড়া শ্রাবন্তী এখন নিজের কেরিয়ার ছাড়া আর কোনও দিকে মন দিতে চান না বলেই জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥