• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর সাথে বিচ্ছেদ হলেও, কৌশানির জন্মদিনের পার্টিতে ‘সামি সামি’ গানে উদ্দম নাচলেন নুসরত শ্রাবন্তী!

টলিউডের এক্কেবারে প্রথম সারির অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এবং শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাদের পেশাদার জীবনের থেকেও বেশি তারা আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবনের কারণে। বছর খানেক হতে চলল মা হয়েছেন নুসরত। যশ নুসরতের সন্তান ঈশান জন্মানোর আগে অভিনেত্রীকে নিয়ে ঢি ঢি পড়ে গিয়েছিল সর্বত্র। নিখিল জৈনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ লাগাতার শিরোনামে ছিল জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলির৷

শুরুর দিকে সম্পর্কের কথা গোপন রাখলেও,এখন তারা খুল্লাম খুল্লা প্রেম করেন যশ নুসরত। দুজনেই ‘ভালোবাসায় বোল্ড’। তাই আর লুকোছাপা নয় তারা প্রকাশ্যেই জানিয়েছেন একে অপরের প্রতি নিজেদের দুর্বলতার কথা। এই মুহুর্তে একে অপরের পরিপূরক।

   

শ্রাবন্তী চ্যাটার্জি,নুসরত জাহান,কৌশানি মুখার্জি,সামি সামি,Srabanti Chatterjee,nusrat jahan,kousani Mukherjee,saami saami

অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তিন বার বিবাহ বিচ্ছেদ নিয়েও সমালোচনা চর্চার শেষ নেই। তিন তিনবার সম্পর্ক ছাদনাতলা অবধি গড়ালেও কোনোটিই টেকেনি। এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন রয়েছে। কিন্তু এত নিন্দা চর্চা গায়ে মেখে বসে থাকতে নারাজ শ্রাবন্তী নুসরত উভয়েই৷ এই দুই টলি অভিনেত্রীর জমজমাট বন্ধুত্বের সমীকরণ ফের এল প্রকাশ্যে।

শ্রাবন্তী চ্যাটার্জি,নুসরত জাহান,কৌশানি মুখার্জি,সামি সামি,Srabanti Chatterjee,nusrat jahan,kousani Mukherjee,saami saami

সম্প্রতি, ৩০ বছরে পা দিলেন টলিপাড়ার আরও এক সুন্দরী অভিনেত্রী কৌশানি মুখার্জি (Koushani Mukherjee)। তার জন্মদিনের পার্টিতেই বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন টলিপাড়ার জনপ্রিয় সব তারকারা৷ প্রেমিকার জন্মদিনে এই দারুণ পার্টির আয়োজন করেছিলেন বনি চক্রবর্তী। বিশেষ দিনে নিজেদের নতুন প্রডাকশন হাউজ নিয়েও বড় ঘোষণা করেন বনি কৌশানি।  এখানেই নিমন্ত্রিত ছিলেন দুই বন্ধু শ্রাবন্তী নুসরত।

 

আর তারা যখন রয়েছেন পার্টিতে বোর হওয়ার কোনোও কারণই নেই৷ এক্কেবারে নাচে গানে জমিয়ে দিয়েছিলেন তারা৷ পার্টিতে কৌশানির সাথে জমিয়ে ‘পুষ্পা’ (Pushpa) ছবির ‘সামি সামি’ (Saami Saami) গানে নেচেছেন শ্রাবন্তী নুসরত। আর সেই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিনের পার্টিতে নুসরতের সাথে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্তও।