শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। কখনো কাজের জন্য তো কখনো ব্যক্তিগত সম্পর্কের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে আনাগোনা চলতেই থাকে টলি অভিনেত্রীর। এক জীবনেই তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। কিন্তু প্রতিটারই পরিণতি হয়েছে বিচ্ছেদে। বিশেষ করে তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সাথে বিগত ২ বছর ধরে চলছে ডিভোর্সের মামলা।
আদালতে বিচ্ছেদের মামলা চলাকালীন একেঅপরের উপর একাধিক অভিযোগ এনে মামলা ঠুকেছেন দুজনেই। আর বর্তমানে বিচ্ছেদের পর খোরপোশের টাকার অঙ্ক নিয়ে শুরু হয়েছে নতুন সংঘাত। এর জেরেই আবারও নতুন করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেই অল্পবয়সে পরিচালক রাজীব কুমারকে বিয়ে করেন শ্রাবন্তী। এক পুত্র সন্তানেরও জন্ম দেন, নাম ঝিনুক। কিন্তু ছেলে বড় হওয়ার পর ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ হয়। এরপর ২০১৬ সালে মডেল অভিনেতা কৃষ্ণ ব্রজকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে একবছরও টেকেনি। ২০১৭ সালেই দ্বিতীয় বিয়েরও বিচ্ছেদ হয়। তারপর ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।
কিন্তু বিয়ের একবছর যেতে না যেতেই আবারও সম্পর্কে দূরত্ব শুরু হয়। ২০২০ সালেই আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও রোশন। সেই থেকেই চলছে বিচ্ছেদের মামলা। এবার সেই মামলাতেই এসেছে নতুন টুইস্ট। বিচ্ছেদের পর খোরপোশের জন্য মোটা টাকা দাবি করেছেন অভিনেত্রী। অন্যদিকে রোশনও প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলেছেন।
কত টাকা দাবি করেছেন শ্রাবন্তী জানেন? রোশন জানিয়েছেন মাসে ৭ লক্ষ টাকা খোরপোশ চেয়েছেন অভিনেত্রী। অথচ মামলার সময় যে আয় ব্যয়ের হিসাবে নথিভুক্ত করেছেন তাতে অনেক অসংগতি রয়েছে। সেই নিয়েই এবার পাল্টা মামলা করেছেন রোশন।
প্রসঙ্গত, তৃতীয় বিচ্ছেদের পরে আবারও শ্রাবন্তীর সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন ওঠে। নেটপাড়ায় রটে যায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে নাকি প্রেম করছিলেন তিনি। এমনকি বিদেশেও ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে সম্প্রতি আবার শোনা যাচ্ছে সেই সম্পর্কও নাকি ভেঙে গিয়েছে।