সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিন নিত্যনতুন ভাইরাল কিছু চোখে পড়ে। আমাদের চারিপাশের সমস্ত ঘটনার আপডেট এক ঝলকেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে। আর প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) শেয়ার হয় সোশ্যাল মিডিয়াগুলিতে। এই ভিডিওগুলিতে কত কিছুই না থাকে দেখবার মত। কখনো হাস্যকর কিছু ভিডিও থাকে, তো আবার এমন কিছু দেখা যায় এই ভাইরাল ভিডিওতে যা দেখে অবাক হয়ে যেতে হয়।
আমাদের দেশ তথা গোটা বিশ্বের সমস্ত কিছুই এই ভাইরাল ভিডিওতে দেখা যায়। কখনো দুই বন্য পশুর মধ্যে বন্ধুত্বের ভিডিও তো কখনো লড়াই। কখনো মানুষের কিছু আজব হাস্যকর কীর্তিকলাপ তো কখনো আবার অসাধারণ সমস্ত প্রতিভা বেরিয়ে আসে এই ভিডিওগুলির মধ্যে দিয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে খানিটা হেসেই ফেলবেন আপনিও। আসলে ভিডিওটিতে এক ছোট্ট কাঠবেড়ালির (Squirrel) সাথে ময়ূরের (Peacock) লড়াই দেখা যাচ্ছে। আর ছোট্ট কাঠবেড়ালির সাথে লড়াইয়ে রীতিমত নাজেহাল দশা ময়ূরের। জঙ্গলের মধ্যে ভিন্ন প্রজাতির পশু পাখিদের মধ্যে হামেশাই এই ধরণের লড়াই লেগে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা খানিকটা আলাদা।
কিছু পর্যটকেরা ঘুরতে দিয়ে একটি ময়ূরকে দেখতে পায়। আপন মনে ঘুরে বেড়াচ্ছিল ময়ূরটি, এরপর সেখানে আসে কাঠবেড়ালিটি। আর ময়ূরকে দেখেই তার পিছনে পড়ে যায় কাঠবেড়ালি! ময়ূরের লম্বা পালক মুখের মধ্যে কামড়ে ধরে টেনে ছিঁড়ে দেবার জন্য উদ্যত হয় কাঠবেড়ালি। কাঠবেড়ালির এই কীর্তিতে নাজেহাল দশা ময়ূরের। পর্যটকের দোল এই গোটা ঘটনাটি দেখবার জন্য রীতিমত ভিড় জমিয়ে ফেলে।
সামান্য কাঠবেড়ালির সাথে লড়াইয়ে ময়ূরের এই দশা দেখে হাসির রোল ওঠে পর্যটকদের মধ্যে। আর এই পর্যটকদেরই কেউ এক জন গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই ভাইরাল ভিডিওঃ
https://youtu.be/v6fsbRMwJMA