শাহরুখ খান (Shah Rukh Khan) এবং থালাপতি বিজয় (Thalapathy Vijay)- ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল আইকন। প্রথমজন রাজত্ব করেন বলিউডে, দ্বিতীয়জনকে শাসন করতে দেখা যায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি। এই দুই তারকা আবার একে অপরের ফ্যানও। তবে সম্প্রতি এই থালাপতি বিজয়ই পিছনে (Surpassed) ফেলে দিয়েছেন বি টাউনের ‘বাদশা’ শাহরুখকে। সেই সঙ্গেই গড়েছেন এই বিরাট রেকর্ড।
দক্ষিণ ভারতে থালাপতি বিজয়ের ভক্তসংখ্যা দেখার মতো। কিন্তু তিনি যে ‘কিং খান’কে হারিয়ে দেবেন তা ভাবতে পারেননি কেউই! কিন্তু সম্প্রতি সবাইকে চমকে এমনটাই করে দেখিয়েছেন ‘লিও’ অভিনেতা। আর বলাই বাহুল্য, তাতে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন বিষয়ে শাহরুখকে পিছনে ফেললেন বিজয়?
সকলেই জানেন, এখন যে কোনও ছবির প্রচার সোশ্যাল মিডিয়ার (Social media) মাধ্যমে করা হয়ে থাকে। বিনোদন দুনিয়ার এমন তারকা খুঁজে পাওয়া খুব কঠিন যিনি সোশ্যাল মিডিয়ায় নেই। তবে বিজয় এতদিন ইনস্টাগ্রাম (Instagram) থেকে দূরে ছিলেন। ফেসবুক এবং টুইটারেই চোখে পড়ত তাঁর উজ্জ্বল উপস্থিতি। কিন্তু এবার দীর্ঘ অপেক্ষা শেষে নিজের ইনস্টা অ্যাকাউন্ট খুলে ফেললেন অভিনেতা। আর অ্যাকাউন্ট খোলামাত্রই একটি বিরাট নজর গড়ে ফেলেন দক্ষিণী সুপারস্টার।
চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে রিলিজ করবে বিজয়ের আগামী ছবি ‘লিও’। চেনা ছক ভেঙে এই ছবিতে একেবারে অন্যরকম অবতারে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার। স্বাভাবিকভাবেই অভিনেতাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি এই ছবির শ্যুটিং সেটের একটি চিত্রই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজয়।
আর প্রথম ছবিতেই বাজিমাত করেন ‘লিও’ অভিনেতা। হু হু করে লাইক পড়তে থাকে সেই ছবিতে। সেই সঙ্গে আসতে থাকে একের পর এক কমেন্ট। মাত্র ৯৯ মিনিটের মধ্যে ১০ লাখ ফলোয়ার্স হয়ে যায় থালাপতি বিজয়ের। আর তা দেখে রীতিমতো অবাক হয়ে যান প্রত্যেকে।
View this post on Instagram
সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, বিজয় যে কীর্তি গড়েছেন, তা বলিউড সুপারস্টার শাহরুখ কিংবা সলমনও গড়তে পারেননি। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বিজয়। ১৮ বছরে পা দিতে না দিতেই নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে যান তিনি। ব্যস, এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রি এবং দর্শকদের মনে রাজত্ব করে যাচ্ছেন বিজয়।