• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘RRR’, ‘KGF’ তো অতীত, বলিউড গুঁড়িয়ে দিতে এবার আসছে সাউথ সুপারস্টার রবি তেজার ‘রাবণাসুরা’

Updated on:

South superstar Ravi Teja says Ravanasura will entertain everyone

সাউথ সুপারস্টার রবি তেজাকে (Ravi Teja) কে না চেনে! নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকমন জয় করেছেন তিনি। এবার এই অভিনেতাই নিজের আগামী ছবি ‘রাবণাসুরা’ (Ravanasura) নিয়ে আসছেন। রবি তেজা অভিনীত এই সিনেমা আগামী ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করবে। সম্প্রতি হায়দ্রাবাদে আয়োজিত হয়ে গেল এই ছবির প্রি রিলিজ ইভেন্ট।

সেই ইভেন্টে রবি তেজা সাফ বলেন, তাঁর  আগামী সিনেমা (Movie) দেখতে গেলে দর্শকদের সিটি থামবে না। শুধু তাই নয়, সাউথ সুপারস্টারের দৃঢ় বিশ্বাস, এই ছবি দেখতে গেলে দর্শকরা নিরাশ তো হবেনই না বরং বিনোদিত হয়ে ফিরবেন। দক্ষিণী তারকার এই আগামী ছবি ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার। দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উত্তেজনা দেখার মতো।

Ravanasura, Ravanasura movie

‘রাবণাসুরা’র প্রি রিলিজ ইভেন্টে রবি তেজা বলেন, ‘আমরা প্রত্যেকে ছবিটি নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট। আমার দৃঢ় বিশ্বাস ‘রাবণাসুরা’ প্রত্যেককে বিনোদিত করবে এবং আগামী ৭ এপ্রিল এই ছবি দেখতে গেলে দর্শকদের সিটি থামবে না। আমরা অভিষেক নামাকে (ছবির সহ প্রযোজক) কিউট বয় বলে ডাকি। ছবির নাম এবং ডিজাইন সব কিছু ওঁর প্ল্যান। ও প্রচণ্ড ট্যালেন্টেড’।

এখানেই থামেননি রবি। সাউথ সুপারস্টারের সংযোজন, ‘আমি চাই এই ছবিটি দারুণ হিট হোক এবং আমাদের দু;জনের জন্য খুব ভালো হোক। আমরা প্রযোজক হিসেবেও দারুণ জুটি প্রমাণিত হবে বলে বিশ্বাস’। অভিনেতা এও বলেন, সুধীর ভার্মা তাঁর প্রিয় পরিচালক। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ বলে জানান দক্ষিণী তারকা।

Ravi Teja, Ravanasura, Ravi Teja on Ravanasura

 

সাউথ সুপারস্টার রবির হাতে এখন ‘রাবণাসুরা’ ছাড়াও আরও একটি ছবি রয়েছে। অভিনেতার আগামী সিনেমা ‘টাইগার নাগেশ্বরা রাও’ আগামী ২০ অক্টোবর রিলিজ করবে। এই সিনেমায় তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘রাবণাসুরা’ রিলিজের আগে একদিকে যেমন রবি তেজা, তাঁর অনুরাগী এবং দক্ষিণী দর্শকরা উত্তেজনায় টগবগ করে ফুটছেন। তেমনই আবার বলিউডপ্রেমী মানুষদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। গত বছরের খরা কাটিয়ে চলতি বছর সবে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রি। এবার দেখা যাক, ‘রাবণাসুরা’ রিলিজের পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর কেমন প্রভাব পড়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥