• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কমল হাসানকে জামাই করতে চেয়েছিলেন শ্রীদেবীর মা! ফাঁস অভিনেত্রীর জীবনের গোপন তথ্য

কমল হাসান (Kamal Haasan) এমন একজন অভিনেতা যিনি শুধুমাত্র দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেই নয়, নিজের কাজের সৌজন্যে বলিউডেরও (Bollywood) পরিচিত মুখ। নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করার পাশাপাশি গানের এবং রাজনীতির দুনিয়ারও পরিচিত মুখ তিনি। তবে এই নামী অভিনেতা কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন।

কমল নিজের জীবনে দু’বার বিয়ে করেছেন এবং দুর্ভাগ্যবশত দুই বারই তাঁর ঘর ভেঙেছে। তবে এর পাশাপাশি বিনোদন ইন্ডাস্ট্রির বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে। এমনই একজন অভিনেত্রী হলেন শ্রীদেবী (Sridevi)। একসঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করা কমল এবং শ্রীদেবীর জুটি দর্শকদের খুব পছন্দের ছিল। বিশেষত ‘সদমা’র পর সেই জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যায়।

   

Sridevi

শুধু তাই নয়, দর্শকদের মধ্যে গুঞ্জন শোনা যেত শ্রীদেবীর সনেগ অভিনেতার প্রেম বাস্তবেও গড়িয়েছে। এমনকি শ্রীদেবীর মা’ও নাকি চাইতেন যে তাঁদের দু’জনের বিয়ে হোক। ‘দ্য ২৮ অবতারস অফ শ্রীদেবী’তে এই বিষয়টি ফাঁস করেছেন সাউথ সুপারস্টার নিজে।

Kamal Haasan and Sridevi

দক্ষিণী তারকার কথায়, ‘শ্রীদেবীর মা নিজে চাইতেন আমরা দু’জন বিয়ে করে নিই। ওনার আমাদের দু’জনে জুটি খুব পছন্দ ছিল’। তবে সত্যিটা হল, পর্দায় রোম্যান্স করলেওম বাস্তবে শ্রীদেবীকে বোনের চোখে দেখতেন কমল। অভিনেতা জানান, তাঁদের দু’জনের মধ্যে কেবল ভাইবোনের সম্পর্কই ছিল।

Kamal Haasan and Sridevi

কমলের কথায়, ‘আমাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের খুব পছন্দ ছিল। তাই ওনারা ভাবতেন আমাদের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলতেন এই ভুল ভাবনা বজায় থাকতে দাও। এতে আপনাদের সিনেমার ভালো প্রচার হবে এবং সিনেমাও ভালো চলবে’।

Kamal Haasan and Sridevi

সেই সঙ্গে কমল এও জানান যে, শ্রীদেবী তাঁকে খুব সম্মান করতেন। যতদিন বেঁচে ছিলেন তাঁকে ‘স্যার’ বলে ডাকতেন বলি সুন্দরী। নিজের দীর্ঘদিনের সহ অভিনেত্রী এবং বোনের মতো শ্রীদেবীর প্রয়াণের পর প্রচণ্ড দুঃখ প্রকাশ করেছিলেন সাউথ সুপারস্টার।