বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। শুধুমাত্র বিয়ের আগেই নয়, বিয়ের পরেও চলতে থাকে তারকাদের প্রেমলীলা (Extra marital affair)। সেই জন্য ভাঙে বহু সম্পর্কও। আজকের প্রতিবেদনে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির এমন ৫ নায়িকার (South Indian actress) নাম তুলে ধরা হল যারা বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্কের জড়িয়েছিলেন। অনেকে আবার পেয়েছেন, ‘ঘর ভাঙানি’ তকমাও।
শ্রুতি হাসান (Shruti Haasan)- সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি বলিউডেরও পরিচিত মুখ। অনেকেই হয়তো জানেন না, এই দক্ষিণী সুন্দরীর নাম জড়িয়েছিল রজনীকান্তের জামাই তথা অভিনেতা ধনুষের সঙ্গে। শোনা যায়, একটি ছবিতে একসঙ্গে কাজ করতে করতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দু’জনে। যদিও শ্রুতি-ধনুষের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
নয়নতারা (Nayanthara)- দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ তথা শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির নায়িকা নয়নতারার নাম জড়িয়েছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে। সেই সময় প্রভু দেবা কিন্তু বিবাহিত ছিলেন। ২০১০ সালে যখন প্রভু দেবার বিবাহবিচ্ছেদ হয়, তখন অনেকেই আঙুল তুলেছিলেন নয়নতারার দিকে।
মীনাক্ষী শেষাদ্রি (Meenakshi Seshadri)- বলিউড এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির নামও তালিকায় রয়েছে। স্বনামধন্য গায়ক কুমার শানুর সঙ্গে জড়িয়েছিল তাঁর নাম। শোনা যায়, মীনাক্ষীর জন্যই নিজের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিতা ভট্টাচার্যকে ছেড়ে দিয়েছিলেন গায়ক।
তাবু (Tabu)- বলিউডের নামী অভিনেত্রী তাবু দক্ষিণ ভারতের বহু ছবিতেও অভিনয় করেছেন। প্রতিভাবান এই নায়িকা নাকি দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সঙ্গে প্রেম করতেন। বিবাহিত অবস্থাতেই তাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবে শোনা যায়, তাঁদের এই সম্পর্ক নাকি বেশিদিন টেকেনি। এখন দু’জনে স্রেফ ভালো বন্ধু।
গৌতমী (Gautami)- দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী গৌতমীর নামও তালিকায় রয়েছে। তাঁর বিরুদ্ধে সাউথ সুপারস্টার কমল হাসানের সংসার ভাঙার অভিযোগ উঠেছিল।
শোনা যায়, গৌতমীর সঙ্গে সম্পর্কের জড়ানোর পরই স্ত্রী সারিকাকে ডিভোর্স দিয়েছিলেন কমল হাসান। যদিও কমল এবং গৌতমীর সম্পর্কও টেকেনি। দীর্ঘ ১৩ বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।