• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিনতে পারছেন এই ছোট্ট খুদেকে ? সাউথের নামী সুপারস্টার, বাচ্চা থেকে বুড়ো সবাই তাঁর ফ্যান

Published on:

South Indian superstar Prabhas’s childhood picture goes viral

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমরা মাঝেমধ্যেই দেখতে পাই বহু সুপারস্টারের (Superstar) জীবনের অদেখা বহু ছবি। কখনও কখনও আবার উঠে আসে তাঁদের ছেলেবেলার নানান ছবিও। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যায়। অনেক সময় মুখের মিলের কারণে প্রিয় সুপারস্টারকে ভক্তরা চিনে নিলেও, অনেক সময় কিন্তু তাঁরা পারেন ও না।

সম্প্রতি যেমন সাউথের এক নামী সুপারস্টারের ছেলেবেলার ছবি (Childhood pictures) সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সে সুপারস্টার শুধুমাত্র আবার সাউথেই নন, বলিউডেও চুটিয়ে কাজ করছেন। তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। কিন্তু তা সত্ত্বেও, তাঁর ছবি দেখে অনেকেই চিনতে পারেননি। দেখুন তো আপনি পারছেন কিনা?

Prabhas childhood picture

ফরম্যাল পোশাকে দাঁড়িয়ে মিষ্টি হাসি হাসছেন যে ছোট্ট ছেলে, তাঁকে কি পারলেন চিনতে? যদি উত্তরটা না হয়, তাহলে আজকের প্রতিবেদনে তাঁর পরিচয় জানানো হল। ফুলের টবের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট শিশুটি আর কেউ নন, বরং বক্স অফিস কাঁপানো সাউথ সুপারস্টার প্রভাস (Prabhas)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সেই দাপুটে অভিনেতা প্রভাস, যিনি নিজের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মন জয় করেছেন। কখনও তিনি নিজের অভিনয় গুণে হয়ে ওঠেন ‘বাহুবলী’, আবার কখনও হাজির হন ‘সাহো’রূপে। কখনও আবার রোম্যান্টিক অবতারে ধরা দেন ‘রাধে শ্যাম’ হিসেবে।

Prabhas

রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন, সব ধরণের চরিত্রে সাবলীলভাবে অভিনয় করা সেই প্রভাসেরই ছেলেবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সাউথ সুপারস্টার প্রভাস অবশ্য বলিউডেরও পরিচিত নাম। এই মুহূর্তে তিনি নিজের আগামী ছবি ‘প্রোজেক্ট কে’ নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি পরবর্তী ছবির স্ক্রিপ্ট রিডিংয়ের কাজও সমান তালে চলছে।

বিনোদন দুনিয়ার নামী সুপারস্টার প্রভাসের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের মধ্যে কম চর্চা হয় না। কার সঙ্গে প্রেম করছেন অভিনেতা, তা নিয়ে জোর আলোচনা চলতেই থাকে। মাঝে দিয়ে যেমন শোনা গিয়েছিল, ‘বাহুবলী’র দেবসেনার চরিত্রে অভিনয় করা অনুষ্কা শেট্টির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। যদিও এই বিষয়ে প্রভাস কিংবা অনুষ্কা কেউই কোনোদিন মুখ খোলেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥