• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের জলে বাবাকে চিরবিদায় জানালেন মহেশ বাবু! সাউথ সুপারস্টারের অবস্থা দেখে চোখে জল নেটিজেনদের

Published on:

South Indian superstar Mahesh Babu spotted crying in his father Krishna’s funeral

দক্ষিণের নামী অভিনেতা (South Indian superstar) মহেশ বাবুর (Mahesh Babu) আলাদা করে কোনও পরিচিতির প্রয়োজন নেই। নিজের কাজের মাধ্যমেই পরিচিতি তৈরি করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা, যশ, খ্যাতি, অর্থ। তবে ব্যক্তিগত দিক থেকে সাউথের এই নামী তারকার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাত্র কয়েক মাসের মধ্যেই অনাথ হয়ে গেলেন তিনি।

কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন মহেশ বাবুর মা। সেই ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই পিতৃহারা হলেন অভিনেতা। মঙ্গলবার আচমকাই জানা যায়, দক্ষিণের একসময়কার নামী সুপারস্টার এবং মহেশ বাবুর পিতা কৃষ্ণা মারা (Mahesh Babu father death) গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Mahesh Babu father

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সুপারস্টার কৃষ্ণা (Krishna) দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভেন্টিলেটরে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। মায়ের পর বাবাকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন মহেশ বাবু। বুধবার পিতার শেষকৃত্যেও ফুটে উঠল সেই ছবিই।

আজ, সুপারস্টার কৃষ্ণার শেষকৃত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, বাবাকে চিরবিদায় জানানোর সময় ছলছল করছে মহেশ বাবুর দু’চোখ। প্রিয় তারকাকে এই অবস্থায় দেখে স্বাভাবিকভাবেই প্রচণ্ড কষ্ট পেয়েছেন তাঁর অগণিত অনুরাগীরা।

Mahesh Babu crying at father's funeral

সাউথ সুপারস্টারের পরিবারের এই কঠিন সময়ে এগিয়ে এসেছেন অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় মহেশ বাবুর পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। কঠিন সময়ে যাতে তাঁদের পরিবার ভেঙে না পড়ে, সেই জন্য অনুরাগীরা জোগাচ্ছেন মনোবল। অভিনেতার পিতার শেষকৃত্যেও দেখা গিয়েছে, তাঁকে আগলে রেখেছেন পরিবার এবং কাছের মানুষরা। মহেশ বাবুর পাশে সারাক্ষণ ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নম্রতা শিরোদকর।

প্রসঙ্গত, গতকাল সুপারস্টার কৃষ্ণার মৃত্যুর সংবাদে প্রচণ্ড বড় ধাক্কা পেয়েছিল সম্পূর্ণ সাউথ ইন্ডাস্ট্রি। বহু দক্ষিণী সুপারস্টার ছুটে গিয়েছিলেন মহেশ বাবুর বাড়িতে। রাম চরণ, আল্লু অর্জুন থেকে শুরু করে চিরঞ্জীবী, প্রভাস- সাউথের বহু তারকা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥