দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। আসলে গোটা দেশ তাকে চেনে ধানুশ (Dhanush) নামেই। প্রধানত তামিল ছবিতেই চুটিয়ে অভিনয় করলেও একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় দক্ষতা দাগ কেটেছে মানুষের মনে। তবে শুধু অভিনয় নয়, অভিনয় ছাড়াও প্রযোজনা,এবং পরিচালনাতেও যথেষ্ট নাম করেছেন তিনি। সেইসাথে ধানুশের সুখ্যাতি রয়েছে গীতিকার ও গায়ক হিসাবেও।
আজ থেকে ১১ বছর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ‘৩’ ছবিতে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ (Kolavari Di) গান গেয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ধানুশ। এই গান সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছিল যে আন্তর্জাতিক মহলেও তার গান নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।
প্রসঙ্গত ধানুশ ইতিমধ্যেই ৫০টি ছবিতে অভিনয় করে ১৩টি সিমা অ্যাওয়ার্ড, ৯টি বিজয় অ্যাওয়ার্ড, ৭টি দক্ষিণ ফিল্মফেয়ার, ৫টি ভিকাতন অ্যাওয়ার্ড, ৫টি এডিসন, ৪টি জাতীয় পুরস্কারও পেয়েছেন এই সুপারস্টার।এবার সাউথের এই সুপারস্টার বড় পর্দায় ফিরছেন ক্যাপ্টেন মিলার হয়ে।চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে তার এই আসন্ন সিনেমার মোশন পিকচার।
এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অরুণ মাথেশ্বরণ। এই টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া তা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। এক ঝলকেই দর্শকদের মনে ধরেছে এই টিজার। জানা যাচ্ছে ধনুশ অভিনীত এই সিনেমাটিই হতে চলেছে ধনুষের ক্যারিয়ারের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। জানা যাচ্ছে সিনেমায় ধানুশের চরিত্রের নাম ক্যাপ্টেন মিলার।
Captain miller .. This is going to be so exciting. Super kicked to work with @ArunMatheswaran and my brother @gvprakash @SathyaJyothi pic.twitter.com/lS8OMSh4I9
— Dhanush (@dhanushkraja) July 2, 2022
পরিচালকের মতে একেবারে অন্য ধরনের একটি সিনেমা হতে চলেছে ক্যাপ্টেন মিলার। যা বক্স অফিসে বিপুল পরিমাণ ব্যবসা হবে বলে আশা করছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউথের এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তার সিনেমার যে টিজারটি শেয়ার করেছিলেন সেখানে দেখা যাচ্ছে মুকলে মুখোশ পরে কাঁধে রিভলবার নিয়ে মোটরবাইকের চেপে এগিয়ে ছেন ধনুশ এগিয়ে আসছেন ধানুষ।