অতীতে বলিউডের বহু সিনেমার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে (Religious sentiments) আঘাতের অভিযোগ উঠেছে। সেই তালিকায় নাম রয়েছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিকে’ থেকে শুরু করে হালফিলের ‘ব্রহ্মাস্ত্র’র। যে কারণে সেই ছবি বয়কটেরও ডাক উঠছে। তবে অবশ্য শুধুমাত্র বলিউডই নয়, অতীতে সাউথের একাধিক সুপারহিট ছবিও (South Indian movies) হিন্দু দেবদেবীদের অপমান করে বিতর্কে জড়িয়েছে। আজকের প্রতিবেদনে এমনই ৫ সিনেমার নাম তুলে ধরা হল।
লোক পরলোক (Lok Parlok)- সাউথের এই জনপ্রিয় সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। ছবিতে যমরাজকে ‘লাভার বয়’এর চরিত্রে দেখানো হয়েছিল। যে কারণে এই ছবিকে প্রচুর বিরোধের সম্মুখীন হতে হয়েছিল।
পম্মল কে সম্বন্ধনাম (Pammal K. Sambandam)- সাউথের এই সিনেমার বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার কমল হাসান। ছবিতে উনি শিব ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে একটি দৃশ্যে দেখানো হয়েছিল, ভগবান শিব চ্যুইংগাম চিবোচ্ছেন।
এক কা দম (Ek Ka Dum)- চিয়া বিক্রম অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। এই ছবির এক দৃশ্যে দেখানো হয়েছিল পূজার থালা থেকে সিগারেট জ্বালাচ্ছেন অভিনেত্রী। যে কারণে হিন্দু সংগঠন এই ছবির বিপুল বিরোধিতা করেছিল।
গোপালা গোপালা (Gopala Gopala)- সাউথ ইন্ডাস্ট্রির নামী সুপারস্টার বেঙ্কটেশ অভিনয় করেছিল। তাঁর চরিত্রটি ছিল এক নাস্তিক ব্যক্তির। ছবিতে দেখানো হয়, বেঙ্কটেশ মিথ্যা বলে ঠাকুরের মূর্তি বিক্রি করে দিচ্ছেন। এই দৃশ্যের কারণে প্রচুর বিতর্ক হয়েছিল।
জিনে নহি দুঙ্গা (Jeene Nahi Dunga)- তালিকার শেষ নামটি হল জিনে নহি দুঙ্গা। এই ছবিতে রবি তেজাকে এমন এক চরিত্রে দেখানো হয়েছিল যে নাকি ভগবানের থেকেও বেশি শক্তিশালী।
এই কারণে ‘জিনে নহি দুঙ্গা’ চরম বিতর্কে জড়িয়েছিল। বহু হিন্দু সংগঠন এই ছবিটির বিপুল বিরোধিতাও করেছিল।