• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কপালে শনি! বক্স অফিস ছারখার করতে আসছে সাউথ সুপারস্টারদের এই ৯ ছবি

Published on:

9 South Films releasing in November expected to became superhit in Box Office

দক্ষিণ ভারতীয় (South Indian Film) ছবি এই মুহূর্তে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। ‘আরআরআর’ থেকে ‘কেজিএফ ২’ সাউথের একাধিক ছবির সামনে মুখ থুবড়ে পড়েছে বলিউডের সিনেমা। এমনকি হিন্দি ছবির দর্শকরাও এখন সাউথের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এখন সাউথের পৌষ মাস আর বলিউডের সর্বনাশ। এসবের মাঝেই এই নভেম্বর মাসে পরপর রিলিজ হতে চলেছে সাউথের ৯টি বহুপ্রতীক্ষিত ছবি (List of South Indian Flims Releasing in November)। আজকের প্রতিবেদনে এই ৯ সিনেমার নামই তুলে ধরা হল।

শকুন্তলা (Shakuntala) – রাজা দুষ্মন্ত এবং বিশ্বামিত্রের কন্যা শকুন্তলার প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা। পৌরাণিক গল্পের ওপর তৈরি এই সিনেমা এই নভেম্বর মাসেই মুক্তি পাবে।

Shakuntala movie South

স্পিরিট (Spirit) – এই নভেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের আগামী সিনেমা। ব্যাক টু ব্যাক ফ্লপের পর এবার ‘স্পিরিট’ নিয়ে  আসছেন সাউথ সুপারস্টার। এই ছবির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

Spirit movie

AA 21 – শিবা কোরাতালা পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার আল্লু অর্জুন। অ্যাকশনে ভরপুর এই ছবি নভেম্বর মাসেই মুক্তি পাবে।

AA 21 movie

RC 15 – অ্যাকশন ঘরানার এই ছবির পরিচালনা করেছেন সাউথের নামী পরিচালক শঙ্কর। ‘আরআরআর’ সাফল্যের পর ফের এই ছবিতে দেখা যাবে সুপারস্টার রাম চরণকে। এছাড়াও কিয়ারা আডবানী সহ একাধিক তারকা রয়েছেন এই ছবিতে।

RC 15 movie

মাই নেম ইজ শ্রুতি (My Name Is Shruti) – একজন মহিলার সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমা। হংসিকা মোতওয়ানি অভিনীত এই সিনেমা চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে বলেই মত দর্শকদের।

My Name Is Shruti movie

উরভাশিভো রাকসাশিভো (Urvasivo Rakshasivo) –  এখনকার আধুনিক সমাজের এক প্রেমের সম্পর্ককে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সদাব্যস্ত এই জীবনে এখন কীভাবে ‘কাপল’রা নিজেদের সম্পর্ককে সামলায়, কী কী ওঠাপড়ার সম্মুখীন হয় তাই দেখানো হবে এই সিনেমায়।

Urvasivo Rakshasivo movie

মর্যাদা কৃষ্ণায়া (Maryada Krishnayya) – কমেডি ঘরানার এই ছবি পরিচালনা করেছেন সাউথের নামী পরিচালক ভিএন আদিত্য। মুখ্য চরিত্রে দেখা যাবে ইন্ডাস্ট্রির নামী অভিনেতা সুনীলকে। সঙ্গীত পরিচালনা করেছেন কার্তিক।

maryada krishnayya movie

SSMB28 – জঙ্গলে শ্যুট হওয়া এই ছবিটি একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ছবি হতে চলেছে। আর বলাই বাহুল্য, একেবারে নতুন ধরণের এই ছবিটির রিলিজের জন্য দর্শকরা একেবারে মুখিয়ে রয়েছেন।

SSMB 29

ইতলু মারেদুমিলি প্রাজানিকম (Itlu Maredumilli Prajaneekam) – আগামী ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই তেলেগু সিনেমা।

Itlu Maredumilli Prajaneekam movie

এআর মোহন পরিচালিত এই সিনেমা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভেনেলা কিশোর, আল্লারি নরেশ, ছম্মক চন্দ্র এবং আনন্দি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥