• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের সিনেমা ‘কান্তারা’র মুকুটে নতুন পালক! KGF-কে ছাপিয়ে বক্স অফিসে গড়ল নতুন রেকর্ড 

ইদানিং সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির।এখন বলিউডের যে সিনেমাযই রিলিজ করছে তা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। অন্যদিকে সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South Indian Film Industry) যে সিনেমাই মুক্তি পাচ্ছে তা রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করছে চুটিয়ে। গত বছরের শেষ দিকে সাউথের ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে যে ঝড় তুলেছিল অব্যাহত।

বরং সাউথের সিনেমার প্রতিই দিনে দিনে ক্রেজ বেড়ে চলেছে সিনেমাপ্রেমী দর্শকদের।বিশেষ করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কান্তারা’ (Kantara)-র আন্তর্জাতিক রেকর্ড দেখলেই বিষয়টা স্পষ্ঠ হয়ে যায় আরও। সাউথের জনপ্রিয় অভিনেতা পরিচালক ঋষভ শেট্টি (Rishav Shetty)-র সাড়া জাগানো এই সিনেমা ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে একের পর ছক্কা হাঁকিয়ে যাচ্ছে আজও।

   

Take a look at the Kantara’s impressive box office collection

মাত্র ১৮ কোটি টাকা বাজেটে তৈরী এই সিনেমার হিন্দি সংস্করণ সম্প্রতি বক্স অফিসে (Box Office) আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছে ‘কেজিএফ’ (KGF) সিনেমাকেও। জানা যায় সেপ্টেম্বরে মুক্তির দু সপ্তাহ পরেই কান্তারা সিনেমার হিন্দি সংস্করণ বের করেছিলেন নির্মাতারা। সেই সেই হিন্দি সংস্করণ থেকেই এই সিনেমাটি ইতিমধ্যেই আয় করেছে ৫১ কোটির বেশী।

যা বক্স অফিসে আয়ের নিরিখে এগিয়ে থাকা সাউথ-এর সিনেমাগুলির তালিকায় এই সিনেমাটিকে এনে দিয়েছে অষ্টম স্থান। ইতিমধ্যেই জনপ্রিয় সিনেমা কেজিএফ চ্যাপ্টার ১ এবং কার্তিকায়া ২ সিনেমাকে টেক্কা দিয়ে দিয়েছে কান্তারা। অর্থাৎ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সাউথের সিনেমা গুলির তালিকায় এবার নতুন করে যুক্ত হয়েছে কান্তারার হিন্দি সংস্করণ।

KGF Chapter 2

লক্ষ্যনীয় বিষয় এই যে বক্স অফিসে একের পর এক হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার পরেও প্রেক্ষাগৃহে কিন্তু চুটিয়ে ব্যবসা করে চলেছে কান্তারা। দীপাবলিতে কান্তারার সামনে ধরাশায়ী হয়েছে  অক্ষয় কুমারের ‘রাম সেতু’ এবং অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’।  যা দেখে বিশেষজ্ঞদের অনুমান কান্তার এই হিন্দি সংস্করণ বক্স অফিসে প্রায় ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে।

Unknown facts about south indian film Kantara

প্রসঙ্গত ইতিমধ্যেই সিনেমাটি যারা দেখে ফেলেছেন তারা  সকলেই জানেন এই সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছে পবিত্র দৈব কোলা বা বুটা কোলার মতো নাচের দৃশ্য (Daiva Kola Dance)। যা শুটিং করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল খোদ অভিনেতা পরিচালক ঋষভ শেট্টি কে। আসলে সিনেমার মতোই বাস্তব জীবনেও কর্ণাটকের একাংশে এই নাচকে অত্যন্ত পবিত্র মনে করা হয়।