যতদিন যাচ্ছে, সময়ের সাথে সাথে ভোলবদল হচ্ছে ভারতীয় সিনেমার (Indian Cinema)। একটা সময় এমন ছিল যখন বক্স অফিসে দারুন হিট হওয়ার জন্যই সিনেমা রিলিজ করতো বলিউডে (Bollywood)। বলতে গেলে ‘ফ্লপ’ কথাটার ‘ফ’-ও বুঝতো না হিন্দি সিনেমা। কিন্তু এখন সময়ের চাকা উল্টোদিকে ঘুরছে। দক্ষিণী সিনেমার (South Indian Cinema) রাজকীয় উত্থানের পর মনে করা হচ্ছে সেইদিন আর বেশী দেরী নেই যখন দীর্ঘদিনের রাজত্ব হারিয়ে সিংহাসনচ্যুত হবে বলিউড।
২০১৫ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলীর হাত ধরে সাউথের সিনেমার যে জয়যাত্রা শুরু হয়েছিল গত বছরের শেষে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ থেকে তা নতুন মোড় নিয়েছে। সেই থেকে পরপর মুক্তি পাওয়া সাউথের সিনেমা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। তালিকায় রাজামৌলি পরিচালিত আর আর আর, যশ অভিনীত কেজি এফ ২,এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আরও একাধিক সাউথের সিনেমা।
প্রসঙ্গত একটা সময় ছিল যখন সাউথের সিনেমা বলতে হিন্দিতে ডাব করা টিভি চ্যানেলে দেখানো সিনেমাগুলোই বুঝতেন সিনেপ্রেমীরা। এমনকি রজনীকান্ত, চিরঞ্জীবি ,কিংবা নাগার্জুনের মতো হাতেগোনা কয়েকজন তারকা ছাড়া সাউথের হিরোদের নাম পর্যন্ত জানা ছিল না দর্শকদের।সকিন্তু ধীরে ধীরে চিত্র টা বদলাতে শুরু করে।
সাউথের সিনেমার পরিচালকরা হিন্দিতে ডাব করা সিনেমার জনপ্রিয়তা দেখেই সিদ্ধান্ত নেন প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করার। সেই চিন্তাভাবনা থেকেই তৈরি হয় বাহুবলী, তারপর বাকিটা তো ইতিহাস। আর ইদানীং তো একের পর এক ব্লকবাস্টার হিট সাউথের সিনেমার পাশে টিকতে পারছে বলিউড সিনেমা গুলি। সম্প্রতি বলিউডের সিনেমার এই ভরাডুবির বাজারে হারানো গৌরব ফিরে পেতে ময়দানে নেমেছেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবং অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক কার্তিক আরিয়ান (Kartick Aaryan)।
প্রসঙ্গত মাত্র তিনদিন আগেই ২০ মে মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ধকড় (Dhakad), এবং কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী জুটি অভিনীত ভুলভুলাইয়া ২ (Bhulbhulaiya 2)। কিন্তু এবারও ঢাক ঢোল পেটানোই সার হলো। সাউথের সিনেমার সামনে একটুও পাত্তা পেল না কার্তিক, কঙ্গনা দুজনের ছবিই। সিনেমা মুক্তির প্রথম দিন মাত্র ৫০ লাখ দিয়ে ওপেনিং হয় কঙ্গনার ধকড় সিনেমার। সেই তুলনায় একটু এগিয়ে অন্যদিকে একটু এগিয়ে ভুলভুলাইয়া ২। প্রথম দিনে ১৪ কোটি ব্যাবসা করেছে এই সিনেমা। তবে সবদিক দিয়ে দেখতে গেলে সাউথের সিনেমার সামনে এই লাভের অঙ্ক তুলনামূলক ভাবে কিছুই না।