একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক-নায়িকার মধ্যে মন দেওয়া নেওয়া নতুন কোনও ব্যাপার নয়। বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি (South Indian Industry)- সব জায়গাতেই এমনটা হয়ে থাকে। তবে এই সাউথ ইন্ডাস্ট্রিতেই এমন অনেক অভিনেতা (South Indian Actor) রয়েছেন যারা অগণিত সিনেমায় অভিনয় করলেও কোনও নায়িকাকে বিয়ে করেননি। বরং কোটিপতি ব্যবসায়ীর মেয়েদের (Businessman Daughter) স্ত্রী বানিয়েছেন। চলুক এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ দক্ষিণী অভিনেতার নাম।
রাম চরণ (Ram Charan)- ‘আরআরআর’ তারকা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী অ্যাপোলো ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। উপাসনার বাবা একজন অত্যন্ত নামী ব্যবসায়ী। অনেকেই জানেন না, রাম চরণের শ্বশুরমশাই KEI গ্রুপের প্রতিষ্ঠাতা।
জুনিয়র এনটিআর (Jr NTR)- শুধু রাম চরণই নন, অস্কারজয়ী ‘আরআরআর’ খ্যাত জুনিয়র এনটিআরের নামও এই তালিকায় রয়েছে। উপাসনার মতো জুনিয়র এনটিআরের স্ত্রী লক্ষ্মী প্রণতিও একটি নামী ব্যবসায়ী পরিবারের মেয়ে।
দুলকির সলমন (Dulquer Salmaan)- দক্ষিণ ভারত শুধু নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ হলেন দুলকির সলমন। তাঁর স্ত্রী আমাল সুফিয়া চেন্নাইয়ের এক অত্যন্ত বড় ব্যবসায়ীর মেয়ে।
থালাপতি বিজয় (Thalapathy Vijay)- সাউথ সুপারস্টার থালাপতি বিজয়ও এক নামী ব্যবসায়ী কন্যাকে বিয়ে করেছেন। থালাপতির স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম শ্রীলঙ্কার এক নামী ব্যবসায়ীর মেয়ে বলে খবর।
রানা ডাগ্গুবাতি (Rana Daggubati)– ‘বাহুবলী’র ভাল্লালদেবকে নিশ্চয়ই মনে আছে? সেই চরিত্রে অভিনয় করে তাক লাগানো রানার নামও লিস্টে রয়েছে। অভিনেতার স্ত্রী মিহিকা বাজাজও এক বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিহিকার পরিবার গয়নার ব্যবসার সঙ্গে জড়িত।
আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের স্ত্রীয়ের নাম হল স্নেহা রেড্ডি। নামী ব্যবসায়ী কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডির কন্যাকে বিয়ে করেছেন সাউথ সুপারস্টার আল্লু।
সুরিয়া (Suriya)- দক্ষিণী সুপারস্টার সুরিয়াও কোনও নায়িকাকে নয়, বরং নামী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেছেন। সুরিয়ার স্ত্রী জ্যোতিকার বাবা একজন নামী চলচ্চিত্র প্রযোজক।
চিরঞ্জীবী (Chiranjeevi)- সাউথ সুপারস্টার চিরঞ্জীবীর অনুরাগী সারা বিশ্বে রয়েছে। দক্ষিণের এই নামী তারকাও কোনও নায়িকাকে নয়, বরং ব্যবসায়ী কন্যাকে বিয়ে করেছেন।
চিরঞ্জীবীর স্ত্রীয়ের নাম হল সুরেখা কোনিডালা। নামী চলচ্চিত্র প্রযোজক আল্লু রামালিঙ্গাইয়ার কন্যা হলেন সুরেখা।