• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্বিত নাগরিক অক্ষয়, এদিকে Jr NTR থেকে সামান্থা, কর ফাঁকি দিয়ে ধরা পড়েছে এই ৬ দক্ষিণী তারকা

Published on:

South Indian actors who are allegedly accused of tax evasion

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন সুবর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একের পর এক দক্ষিণী ছবি বক্স অফিসে ঝড় তুলছে। থালাপতি বিজয়, জুনিয়র এনটিআর, রাম চরণদের সিনেমার সামনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে একের পর এক বলিউড সিনেমা। তবে আপনি কি জানেন, সাউথের এই জনপ্রিয় সুপারস্টারদের (South Indian actors) মধ্যে অনেকেই ‘সুনাগরিক’ নন। কয়েক কোটি টাকা উপার্জন করলেও, দেশের উন্নতির জন্য টাকা ব্যয় করতে শট কষ্ট তাঁদের। অতীতে সাউথের বহু নামী তারকা কর ফাঁকি (Tax evasion) দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আজ তাঁদের নাম এই প্রতিবেদনে তুলে ধরা হল।

নাগার্জুন (Nagarjuna)- বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই সুপারস্টারের বিরুদ্ধে। তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতরের প্রতিনিধিরা। শোনা যায়, আক্কিনেনী পরিবারের দ্বারা রিয়েল এস্টেটে যে বিনয়োগ করা হয়েছিল, সেখানেই সবচেয়ে বেশি ‘গণ্ডগোল’ পাওয়া গিয়েছিল। তবে নাগার্জুন চিরকাল আয়কর হানার সংবাদ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Nagarjuna

জুনিয়র এনটিআর (Jr NTR)- ২০১৬ সালে এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘নান্নাকু প্রেমাথো’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আয়কর সম্পর্কিত বিতর্কে জড়িয়েছিল অভিনেতার নাম। কম্পট্রোলার অডিট জেনারেলের ইস্যু করা রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এই অভিনেতা সার্ভিস ট্যাক্স ফাঁকি দিয়েছেন। ‘নান্নাকু প্রেমাথো’ থেকে যে টাকা জুনিয়র এনটিআর পারিশ্রমিক হিসেবে আয় করেছিলেন, তার মধ্যে থেকে ১.১০ কোটি টাকা কর হিসেবে দিতে হতো। কিন্তু অভিনেতা তা দেননি।

Jr NTR

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- ২০১৫ সালে একাধিক দক্ষিণী সুপারস্টারের বাড়িতে আয়কর হানা দিয়েছিল। সেই ক্তালিকায় নাম রয়েছে সামান্থারও। শোনা গিয়েছিল, ‘ও আন্থাভা’ খ্যাত অভিনেত্রীও কর ফাঁকি দিয়েছিলেন। আয়কর দফতরের তরফ থেকেও নায়িকার বাড়িতে হানা দেওয়ার কথা জানানো হয়েছিল।

Samantha in Pushpa

মোহনলাল (Mohanlal)- ২০১১ সালে কর ফাঁকি বিতর্কে নাম জড়িয়েছিলেন এই বিখ্যাত দক্ষিণী অভিনেতার। সেই বছর তাঁর বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। পরে অভিনেতা নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন এবং শোনা গিয়েছিল, তিনি বলেছেন, তিনি যে ভুলগুলি এতদিন করেছেন, অতীতে তা সব শুধরে দেবেন।

Mohanlal

থালাপতি বিজয় (Thalapathy Vijay)- ২০১৫ সালে যে দক্ষিণী তারকাদের বাড়িতে আয়কর হানা দিয়েছিল, সেই তালিকায় নাম রয়েছে থালাপতি বিজয়েরও। তাঁর বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর এবং শোনা গিয়েছিল, শেষ ৫ বছর ধরে কর ফাঁকি দিচ্ছিলেন তিনি। এই কথা জানার পর অভিনেতার ওপর তাঁর অনুরাগীরা বেজায় চটে গিয়েছিলেন। তবে এখন সময়ের সঙ্গে তা ভুলে গিয়েছেন তাঁরা।

Thalapathy Vijay

নয়নতারা (Nayanthara)- সামান্থা, থালাপতি বিজয়ের সঙ্গেই সেই বছর নয়নতারার বাড়িতেও আয়কর দফতর হানা দিয়েছিল। সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছিল সেই খবর।

Nayanthara

সেই হানা দেওয়ার পর অফিসারদের থেকে অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থের পরিমাণ জানতে চাওয়া হয়েছিল। তবে তাঁরা সেই প্রশ্নের উত্তর দেননি। শোনা গিয়েছিল, অভিনেত্রী পুরো কর ফাঁকি দেননি। বরং করের সম্পূর্ণ অর্থ জমা দিচ্ছিলেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥