• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘থালাইভা’ থেকে ‘নায়কন’, সাউথ সুপারস্টারদের প্রাপ্ত এই উপাধিগুলির আসল অর্থ জানেন?

Updated on:

South Indian actors nick names given by their fans and their meanings

South Indian actors nick name meanings: দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দক্ষিণী তারকারা (South Indian Actor) এখন জনপ্রিয়তার নিরিখে বলিউড সেলেবদের টেক্কা দেন। গোটা বিশ্বে রয়েছে তাঁদের ভক্ত। দক্ষিণ ভারতে তো দেব-দেবীদের মতো তাঁদের পুজো করা হয়। ভালোবেসে দেওয়া হয়েছে নানান উপাধিও। ‘থালাইভা’ (Thalaiva) থেকে ‘থালাপতি’ (Thalapathy) এমন নানান উপাধিতে (Nick Name) জনপ্রিয় তাঁরা। তবে আপনি কি জানেন, এই উপাধিগুলির রয়েছে বিশেষ অর্থও। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ৭ জনপ্রিয় সাউথ সুপারস্টারের উপাধি এবং তাঁদের নামের আসল অর্থ (Meaning)।

রজনীকান্ত (Rajinikanth)- দেখতে দেখতে প্রায় ৭২ বছর বয়স হয়ে গিয়েছে রজনীকান্তের। তবুও ‘থালাইভা’ (Thalaiva) বলতে অজ্ঞান তাঁর অনুরাগীরা। ১৯৭৮ সালে ‘ভৈরবী’ রিলিজের পর থেকে অভিনেতাকে এই নামে ডাকেন তাঁর অনুরাগীরা। ‘থালাইভা’র কথার মানে হল ‘সুপারস্টার’।

Rajinikanth, Rajinikanth nick name, Rajinikanth nick name meaning

কমল হাসান (Kamal Haasan)- দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ হলেন কমল হাসান। এই সাউথ সুপারস্টারকে ‘উলগা নায়কন’ (Ulga Nayakan) এবং ‘অন্দাভর’ নামে ডাকেন তাঁর অনুরাগীরা। এর অর্থ হল ‘বিশ্বের নায়ক’।

Kamal Haasan, Kamal Haasan nick name, Kamal Haasan nick name meaning

অজিত (Ajith)- শুধু সাউথে নয়, অজিতের ফ্যান রয়েছে গোটা ভারতে। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। ‘ধীনা’ ছবিটি রিলিজের পর থেকে অজিতকে ‘থালা’ (Thala) বলে সম্বোধন করতে শুরু করেন তাঁর অনুরাগীরা। এর অর্থ হল ‘যিনি নেতৃত্ব দেন’।

Ajith, Ajith nick name, Ajith nick name meaning

সুরিয়া (Suriya)- ‘জয় ভীম’ ছবিটির সাফল্যের পর প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন সুরিয়া। আজ তাঁকে এক ডাকে চেনেন সবাই। এই সুরিয়ারও একটি উপাধি রয়েছে। জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতাকে ‘নদীপন নায়কন’ (Nadippin Nayakan) নামে ডাকেন তাঁর ভক্তরা। এই উপাধির অর্থ হল ‘যে নিজের কাজে সেরা’।

Suriya, Suriya nick name, Suriya nick name meaning

বিজয় (Vijay)- রজনীকান্ত যেমন ‘থালাইভা’, তেমনই ‘থালাপতি’ (Thalapathy) হলেন বিজয়। এখন অনেকে বিজয়কে ‘থালাপতি বিজয়’ নামেই চেনেন। ভক্তরা প্রথমে তাঁকে অবশ্য ‘ইয়ালা থালাপতি’ নাম দিয়েছিলেন। তবে এখন তা শুধু ‘থালাপতি’ হয়ে গিয়েছে। এই উপাধির অর্থ হল ‘কম্যান্ডার’।

Thalapathy Vijay, Thalapathy Vijay nick name, Thalapathy Vijay nick name meaning

যশ (Yash)- ‘কেজিএফ’ হিট হওয়ার পর সাউথ ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হয়ে গিয়েছেন যশ। পর্দার ‘রকি ভাই’কে ভালোবেসে ‘নঞ্জুদেশ্বরা’ (Nanjudeshwara) নাম দিয়েছেন তাঁর ভক্তরা। এটি হল মহাদেবের আর একটি নাম।

Yash, Yash nick name, Yash nick name meaning

আল্লু অর্জুন (Allu Arjun)- দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম অভিনেতাদের মধ্যে একজন হলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’ ছবির হিট হওয়ার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।

Allu Arjun, Allu Arjun nick name, Allu Arjun nick name meaning

দক্ষিণী তারকা থেকে আল্লু অর্জুন এখন হয়ে গিয়েছেন প্যান ইন্ডিয়া স্টার। এই অভিনেতাকে ভালোবেসে তাঁর অনুরাগীরা ‘স্টাইল আইকন’ (Style Icon) নামে ডাকেন। অর্থাৎ যে কোনও স্টাইলের সূত্রপাতই তাঁর হাত ধরে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥